হালদা নদীতে নমুনা ডিম ছেড়েছে মা মাছ

খোরশেদ আলম শিমুল,হাটহাজারী: দক্ষিন এশিয়ার এক মাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে নমুনা ডিম’ ছেড়েছে রুই, কাতলা, মৃগেল, কালবাউশ জাতের মা মাছ। গতকাল রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে এ নমুনা ডিম পাওয়া যায়। নদীতে মা মাছের ডিমের নমুনা দেয়ার খবর ডিম সংগ্রহকারীদের মাঝে ছড়িয়ে পড়লে হালদা নদীর তীরবর্তী ডিম সংগ্রহকারীরা ডিম ধরার নৌকা সহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে হালদা নদীতে নেমে পড়ে। নদীতে জাল ফেলে কয়েকঘন্টা রাখার পর জাল তুলে এই ডিমের নমুনা দেখতে পায়। তবে মা মাছ পুরোদমে ডিম দেয়নি। তবে পরিবেশ ঠিক থাকলে রাতের ১০টার জোয়ারে ডিম দিতে পারে মা মাছ। রাত এ রির্পোট লেখা পর্যন্ত ৭টা৫০মিনিটে মা মাছ ডিম দেয়নি বলে জানা যায় ডিম সংগ্রহকারীরা।

হালদা পাড়ে সরজমিনে গিয়ে ডিম সংগ্রহকারীদের সাথে কথা বলে জানা যায়, হালদা নদীর উত্তর মাদার্শা মাছোয়াঘোনা পুরা আলী স্লইস গেইট,খলিপারঘোনা ,আজিমার ঘাট এলাকার থেকে ডিম সংগ্রহকারীরা মুনা ডিম সংগ্রহ করতে পেরেছেন। রবিবার সকাল ৭টায় বাটির সময় এসব স্থানে প্রথমে এক দুইটি করে জালে ডিম ওটে। এরপর বেলা বারার সাথে সাথে বেলা ১২টায় জোয়ারের সময় একটি নৌকায় ৫০থেকে ১০০গ্রাম করে ডিম সংগ্রহ করে। হাটহাজারী উপজেলার মার্দাশা মাছোয়াঘোনা এলকার ডিম সংগ্রহকারী শফিউল আলম ডিম সংগ্রহকারী বেলা ১২টায় তার ৮টি নৌকার বেশ কয়েকটি নৌকায় ২৫০ গ্রাম নমুনা ডিম পেয়েছে বলে জানান।
রাউজান নৌয়া পাড়ার ডিম সংগ্রহকারী স্বপন দাশ ও শাকিল জানান ডিম সংগ্রহ করার জন্য শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত নদীতে নৌকা নিয়ে আছি সকাল থেকে এ পর্যন্ত দুই দফা নমুনা ডিম দিয়েছে । আমাদের নৌকায় বেলা ১টা পর্যন্ত ৫০০গ্রাম ডিম পেয়েছি।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন নমুনা ডিম দেওয়ার কথা স্বীকার করে বলেন,যেহেতু নমুনা ডিম ছেড়েছে মা-মাছ, সেহেতু এসব মাছের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।কেউ যাতে মা-মাছ শিকার করতে না পারে সেদিকে কঠোর নজরদারি রাখা হয়েছে। ডিম থেকে রেণু ও পোনা তৈরির জন্য হ্যাচারিগুলো প্রস্তুত রাখা হয়েছে।
হালদা বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনজুরুল কিবরীয়া বলেন,, রবিবার সকালে নমুনা ডিম ছাড়ার খবর পেয়েছি। তবে পরিবেশ টিক থাকলে রাতে মা মাছ ডিম দিতে পাড়ে।তিনি বলেন, নমুনা ডিম ছাড়ার অর্থ হচ্ছে মা মাছ প্রস্তুত। মাছগুলো পরীক্ষা করে দেখছে ডিম ছাড়ার পরিবেশ, প্যারামিটারগুলো ঠিক আছে কিনা। যদি সব অনুকূলে থাকে তবে ডিম ছাড়বে। এদিকে জেলেরাও জাল, বালতি, নৌকা নিয়ে প্রস্তুত।

পিবিএ/হক

আরও পড়ুন...