সুন্দরবনের বন্দুকযুদ্ধ নিহত ৩, আহত ২

পিবিএ,খুলনা: সুন্দরবনের চাদপাই রেঞ্জে বনদস্যু ও র‌্যাব-৬ এর সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধে বনদস্যু রানা বাহিনীর তিন দস্যু নিহত হয়েছে। এ সময় ৪টি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব-৬। সোমবার ভোররাতে খোন্তা কোদালিয়া খাল এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় দুই র‌্যাব সদস্য আহত হয়েছে। র‌্যাব-৬ কর্মকর্তা মেজর শামীম আহসান জানায়, সুন্দরবনের চাদপাই রেঞ্জের খোন্তা কোদালিয়া খাল এলাকায় বনদস্যু রানা বাহিনীর সদস্যরা জেলেদেরকে আটক করে চাঁদা আদায়ের চেষ্টা করছে এমন খবর পেয়ে ওই এলাকায় অভিযানে যায় র‌্যাব।

বন্দুকযুদ্ধ এ সময় দস্যুদের একটি ট্রলারকে ধরতে গেলে র‌্যাব সদস্যদের উপর তারা গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। প্রায় ৪৫মিনিট গোলাগুলির পর দস্যুরা বনের মধ্যে পালিয়ে যায়। এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হয়। পরে ঘটনাস্থল থেকে তিনদস্যুকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে মংলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষনা করে।

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটারগান, তিনটি দেশী বন্দুক, গুলি ও একটি ট্রলার উদ্ধার করে। আহত দুই র‌্যাব সদস্যকে মংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দস্যু ও উদ্ধারকৃত অস্ত্র-গুলি মংলা থানায় হস্তান্তর করেছে র‌্যাব। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পিবিএ/এসসি/আরআই

আরও পড়ুন...