রমজান মাসে রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির নানা উদ্যোগ গ্রহণ

পিবিএ,রাজবাড়ী: পবিত্র রমজান মাসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি নানা উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘আলোর ফেরিওয়ালা’ কর্মসূচী।
সোমবার সকালে বাগমারাস্থ জেলা কার্যালয়সহ ৪টি উপজেলা থেকে ৬০ টি ভ্যান, ১৭ টি মোটরসাইকেল ও দুইটি পিকআপ গাড়ি নিয়ে এ কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে বের হন পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা।

রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম গোলদার জানান, এ কর্মসূচীর আওতায় জেলায় ৭০০ গ্রাহককে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। এতে কোন গ্রাহককে দালাল ধরা বা অতিরিক্ত টাকা দেয়া লাগবে না।

এসময় পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মোঃ আব্দুল বাছেত (এম.এস) ও এজিএম (অর্থ) মোঃ রিপন বিশ^াস উপস্থিত ছিলেন।

পিবিএ/সিএস/হক

আরও পড়ুন...