নোয়াখালীতে ফিরোজ বাহিনীর অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন

পিবিএ,নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী ফিরোজ ও তার বাহিনীর অত্যাচারের প্রতিবাদে এবং কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিনোদপুর এলাকাবাসী। সোমবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন
মানববন্ধন

ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশগ্রহণকারীরা পিবিএ’কে জানান, দীর্ঘ দিন ধরে ফিরোজ ও তার লালিত সন্ত্রাসী বাহিনী এলাকায় চুরি, ডাকাতি, নারী ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছে। কেউ তার সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ করলে তার ওপর ওপর নেমে আসে নির্মম অত্যাচার। একই সাথে পরিবারের নারী সদস্যদের উপর চলে ইজ্জ্বত লুণ্ঠনের মহোৎসব।

উল্লেখ্য, গত ১লা মে তারিখে নিজ বাড়িতে ২টি দেশীয় পাইপগান, চাইনিজ কুড়ালসহ ফিরোজ বাহিনীর প্রধান ফিরোজ র‌্যাব-১১ এর হাতে গ্রেফতার হয়ে বর্তমানে জেলহাজতে রয়েছে। আইনের চোখ ফাঁকি দিয়ে বা রাজনৈতিক ছত্রছায়ায় জামিন নিয়ে যেন পুনরায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করে মানববন্ধনে অংশগ্রহণকারী গ্রামবাসী।

এদিকে জানা গেছে, বিগত ২০১৬ সালে সরকারী কাজে বাধা প্রদান, চাঁদাবাজি ও কর্মচারীকে হত্যার উদ্দেশ্যে জখম করার কারণে র‌্যাব এর হাতে গ্রেফতার হয় এই ফিরোজ। পরবর্তীতে, জামিনে বেরিয়ে এসে আরো বেপরোয়া হয়ে আবারো সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়ে।

পিবিএ/আরইউ/আরআই

আরও পড়ুন...