জিপিএ-৫ পেয়েছে সেই তামান্না নূরা

পিবিএ বেনাপোল: যশোরের সেই তামান্না নূরা এবার এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে । যার একটি পা নেই, নেই কোনো হাতও। জেলার ঝিকরগাছা উপজেলার আলিপুর গ্রামের রওশন আলীর বড় মেয়ে তামান্না। প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) এবং জুনিয়ার স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায়ও তামান্না জিপিএ-৫ পেয়েছিল।

তামান্না এসএসসি পরীক্ষায় দিয়েছিল বাঁকড়া জে কে হাইস্কুল থেকে। স্কুলের প্রধান শিক্ষক হেলাল খান বলেন, তামান্না পিইসি এবং জেএসসির মত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। “বিজ্ঞানের ছাত্রী তামান্না পড়াশোনায় অত্যন্ত ভাল। মুখ ও পা দিয়ে জ্যামিতি ও বিজ্ঞানের চিত্র আঁকার পাশাপাশি সে খুব ভাল ছবি আঁকতে পারে। তার আঁকা ছবি স্থানীয় উপজেলা ও জেলা পর্যায়ে অনেক পুরস্কার পেয়েছে ।”বাবা-মা দুইজনই সব সময় তামান্নার দিকে বিশেষ নজর রেখেছেন। আর তামান্নার নিজের ইচ্ছা ও চেষ্টা তো ছিলই।

মা খাদিজা পারভিন শিল্পী বলেন, “জন্ম থেকেই ওর দুটি হাত ও একটি পা নেই। কিন্তু তামান্না প্রায় সব কাজ নিজে করতে পারে।পা দিয়ে খাওয়া-দাওয়া করে। সাজগোজ, চুল আঁচড়ানো, বইয়ের পাতা ওল্টানো, ছবি আঁকা, রুলার দিয়ে খাতায় দাগ কাটা, লেখার কাজ সবই করতে পারে। পা দিয়ে করাটা ওর অভ্যাস হয়ে গেছে।”

ছোটবেলা পড়ার প্রতি তামান্নার প্রবল আগ্রহ ছিল জানিয়ে তিনি বলেন, “আমি ভাবলাম পড়ায় ভালো হলে কেন লিখতে পারবে না। তাই পায়ের আঙুলের ফাঁকে কলম আটকে দিয়ে লেখার তালিম দিই। কয়েক দিনের মধ্যেই সে সুন্দর লিখতে শিখে যায়। তামান্নাকে প্রথমে কোনো স্কুল কর্তৃপক্ষ ভর্তি করাতে চায়নি জানিয়ে তিনি সেদিনের কথা স্মরণ করেন। অবশেষে আমার স্বামীর অনুরোধে বাঁকড়ার বেসরকারি আজমাইন এডাস স্কুলের শিক্ষক রুবিনা আক্তার তার ভর্তির ব্যবস্থা করেন।

রুবিনা বলেন, “তামান্না অত্যন্ত মেধাবী মেয়ে। তার স্মরণশক্তি প্রখর। স্কুলে ভর্তির পর সে লেখাপড়ায় ক্লাসের সবাইকে টপকে যায়। দ্বিতীয় শ্রেনিতে প্রথম হয়ে তৃতীয় শ্রেণিতে ওঠে।” এই স্কুল থেকে ২০১৩ সালে পিইসি এবং পরে জেএসসি পরীক্ষায়ও তামান্না জিপিএ-৫ পেয়েছিল।

তামান্না বলেছে, একটি পা দিয়ে আর মেধা কাজে লাগিয়ে আমি অনেক পথ পাড়ি দিতে চাই।বড় হয়ে ডাক্তার হতে চাই। প্রতিবন্ধীরা যে সমাজের বোঝা নয় তা প্রমাণ করার জন্য কাজ করতে চাই।

তামান্নার বাবা রওশন আলী একজন মুদি দোকানি তিনি বলেন, “সন্তান প্রতিবন্ধী হওয়ায় পরিবারকে নানা কথা শুনতে হয়েছে। তাই মালয়েশিয়া থেকে দেশে ফিরে এসে মেয়েকে লেখাপড়া শিখিয়ে মানুষ করার সিদ্ধান্ত নিই। তামান্না একটি হুইল চেয়ারে করে পরিবারের সদস্যদের সহযোগিতায় যাওয়া-আসা করে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তামান্না বড়। তার ছোট বোন মমতাহেনা রশ্মী তৃতীয় শেণিতে পড়ে । আর ভাই মহিবুল্লার বয়স চার বছর।

পিবিএ/এন ইউ/হক

আরও পড়ুন...