খুলনার মিলিটারী কলেজিয়েট স্কুলে শতভাগ সাফল্য

পিবিএ, খুলনা: এবারের এসএসসি পরীক্ষায় মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা’র (এমসিএসকে) সকল পরীক্ষাথি কৃতিত্বের সাথে পাশ করেছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী ১৩৬ জন ক্যাডেটের মধ্যে ১৩২ জন জিপিএ ৫ ও বাকি ৪ জন এ গ্রেডে উত্তীর্ণ হয়। এর মধ্যে বয়েজ উইং এ বিজ্ঞান বিভাগে ৫৯ জনের সকলেই জিপিএ ৫ এবং বাণিজ্য বিভাগের ১৩ জনের মধ্যে ৭ জন জিপিএ ৫ ও বাকি ৩ জন এ গ্রেডে উত্তীর্ণ হয়। ছাত্রী উইং এ বিজ্ঞান বিভাগে ৬২ জনের মধ্যে ৬১ জনই জিপিএ ৫ এবং বাকি ১ জন এ গ্রেড। বাণিজ্য বিভাগের ৫ জনের মধ্যে সকলেই জিপিএ ৫ গ্রেডে উত্তীর্ণ হয়।

মিলিটারী কলেজিয়েট স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ও ৫৫ পদাতিক ডিভিশন এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি, জিওসি এবং প্রতিষ্ঠান অধ্যক্ষ, ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম আনিসুজজামান, বিপি, এনডিসি, পিএসসি সহ সংশ্লিষ্ট সকল অফিসার, শিক্ষকমন্ডলী, ক্যাডেট, অভিভাবকবৃন্দকে এ সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন।

পিবিএ/এসএইচ/এমএসএম

আরও পড়ুন...