পিবিএ,লালমনিরহাট: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও ভোকেশনালে লালমনিরহাটের ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। জেলায় জিপিএ ৫ পেয়েছে ৪৬৮ জন শিক্ষার্থী। পাশের হার শতকরা ৮৩.২৫ জন। সোমবার (০৬ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন লালমনিরহাট জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুল হক।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, চলতি বছর এসএসসিতে ১৬ হাজার ২১৫ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৩ হাজার ৫০৭ জন। জিপিএ ৫ পেয়েছে ৪২৫ জন। পাশের হার শতকরা ৮৩.২৫ জন। দাখিলে ২৪ হাজার ১২জন শিক্ষার্থীর মধ্যে পাশ করে এক হাজার ৯৬৭ জন। জিপিএ ৫ পায় ২২ জন। শতকরা পাশের হার ৮২.০৭ জন।
এসএসসি ভোকেশনালে ১ হাজার ৪৫ জনের মধ্যে পাশ করে ১ হাজার ২৫৮ জন। জিপিএ ৫ পেয়েছে ২১জন। শতকরা পাশের হার ৭৬.০৭ জন। দাখিল ভোকেশনালে ৫৭ জন শিক্ষার্থীর মধ্যে ৩৬ জন পাশ করলেও জিপিএ ৫ পায়নি কেউ। পাশের হার ৬০.৫৭ জন।
এ ব্যাপারে লালমনিরহাট জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুল হক বলেন, এসএসসি, দাখিল, ভোকেশনালে লালমনিরহাট জেলার ৫টি উপজেলায় মোট ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাশ করেছেন।
পিবিএ/এইএস/এমএসএম