পিবিএ,কুমিল্লা: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়েজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) সদস্যদের নিয়ে তিনদিন ব্যাপী ‘সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ’ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমিতির সাধারণ সম্পাদক তানভীর সাবিকের সঞ্চালনায় এবং কোর্স সমন্বয়ক ও পিআইব’র প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান মো:সাদেকুজ্জামান, বাংলাভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমীন রুশদ, সাংবাদিক সমিতির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।
আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের হাতে তিনদিন ব্যাপী একর্মশালার সনদপত্র তুলে দেন।
পিবিএ/কেআই/হক