পিবিএ,বিনোদন : সম্প্রতি আর কে প্রডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে বিগ বাজেটের মিউজিক ভিডিও ‘রাজকন্যা’। এফ এ প্রীতমের কথায় গানটিতে কন্ঠ দিয়েছে কন্ঠশিল্পী মেহেদি বাপন। এই মিউজিক ভিডিওতে মডেল হয়েছে আনান খান, অনামিকা অনু ও রাশেদ খান।
সম্প্রতি পূবাইলের বিভিন্ন লোকেশনে মিউজিক ভিডিওটির শুটিং শেষ হয়েছে। এই মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন রানা ইব্রাহীম। ঈদে যে কোনো একটি ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশ হবে বলে জানান আর কে প্রডাকশনের কর্ণধার রাশেদ খান।
এ প্রসঙ্গে কন্ঠশিল্পী মেহেদী বাপন বার্তা সংস্থা পিবিএ’কে বলেন, ‘আমার গানটি ছিলো একদম রোমান্টিক ও বাস্তবিক কাহিনী, তাই প্ল্যান করছিলাম একটু ডিফারেন্ট কিছু করতে। অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম একঘেয়ে মিউজিক ভিডিও থেকে বের হয়ে একটু অন্যরকম একটা মিউজিক ভিডিও করার। এটি চমৎকার একটি মিউজিক ভিডিও হবে আশা করি।
এ প্রসঙ্গে আর কে প্রডাকশনের কর্ণধার রাশেদ খান বার্তা সংস্থা পিবিএ’কে বলেন, ‘আর কে প্রডাকশন সবসময় ভিন্ন কিছু মিউজিক ভিডিও তৈরি করে থাকে। তাই আমি চেষ্টা করছি শ্রোতাদের ব্যতিক্রম কিছু দেওয়ার জন্য। অসম্ভব ভালো করেছে অনু ও আনান এবং শিল্পী মেহেদি বাপন। সমাজের বাস্তব কাহিনী নিয়ে আসছে ঈদুল ফিতরের ‘রাজকন্যা’। নির্মাতা রানা ইব্রাহীম বার্তা সংস্থা পিবিএ’কে বলেন,আমি এই কাজাট করে খুবই আনন্দিত । আমি আশা করি দর্শকরা এই মিউজিক ভিডিও দেখে খুব মজা পাবে । খুব ব্যাতিক্রমধর্মী একটি কাজ এটা ।
মডেল অনামিকা অনু বার্তা সংস্থা পিবিএ’কে বলেন, এই মিউজিক ভিডিওটি করতে পেরে আমি খুব খুশি আশা করি আমার এই কাজটি সবার খুব ভালো লাগবে ।
পিবিএ/এমএস