রাজধানীতে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

পিবিএ,ঢাকা: রাজধানীর খিলক্ষেত থানাধীন ডুমনী ৩০০ ফিট রাস্তায় একদল মাদক ব্যবসায়ীর সঙ্গে র‍্যাব’র সাথে কথিত গুলিবিনিময়কালে অজ্ঞাত এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৪০ বছর। এই ঘটনায় র‍্যাবের ২ সদস্য আহত হয়েছে বলেও দাবি করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমান ইয়াবা, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ লাশটি উদ্ধার করে সকাল সাড়ে ১০ টার দিকে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তবে তার কোনো স্বজন পাওয়া যায়নি।

র‍্যাব-১ এর পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান পিবিএ’কে জানান, রাত ১ টার দিকে ৩০০ ফিট রাস্তা এলাকায় কিছু মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে আমাদের টহল টিম ওই এলাকায় গেলে তাদের উপর হামলা চালায় মাদক ব্যবসায়ীরা। এতে দুই পক্ষের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে ওই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকে।

তিনি আরো জানান, গুলিবিদ্ধ অবস্থায় ওই মাদক ব্যবসায়ীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খিলক্ষেত থানার উপ পরিদর্শক (এসআই) শাহিনুর রহমান লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, নিহতের বুকের বিভিন্ন জায়গায় ৪ টি গভীর ক্ষত ও পিঠে ৪ টি ক্ষতর চিহ্ন রয়েছে।

পিবিএ/এইচএ/হক

আরও পড়ুন...