আইপিএলে শেষ চারের সময়সূচি দেখে নিন

পিবিএ,খেলাধুলা: চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গ্রু পর্বের খেলা শেষ হয়েছে রবিবার। এবার আট দলের অংশগ্রহণে তুমুল লড়াইয়ে শেষ চারে জায়গা করে নেয় চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ।

এবারের আসরের প্লে অফ নিশ্চিত করা যোগ্যতা থাকা সত্যেও ব্যর্থ হয় আন্দ্রে রাসেলদের কলকাতা নাইট রাইডার্স ও বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আগামী ৭ মে থেকে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে প্লে অফে ওঠা চারটি দল নিয়ে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে প্রতিদ্বন্দ্বীতা করবে মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। আজ যে দল জিতবে তারা সরাসরি ফাইনালে চলে যাবে। চেন্নাইয়ে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।

আজে যারা হেরে যাবে তারা ৮ মে এলিমিনেটর ম্যাচে দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদের মধ্যকার ম্যাচে জয়ী দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে খেলবে। আর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে যারা জিতবে তারা ১২ মে ফাইনালে খেলবে।

দেখে নিন প্লে অফের সূচি

প্রথম কোয়ালিফায়ার: ৭ মে: মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস (চেন্নাই, রাত ৮টা )

এলিমিনেটর: ৮ মে: দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ (বিশাখাপত্তনম, রাত ৮টা)।

দ্বিতীয় কোয়ালিফায়ার: ১০ মে: ১ম কোয়ালিফায়ারের পরাজিত বনাম এলিমিনেটরের জয়ী (বিশাখাপত্তনম, রাত ৮টা)।

ফাইনাল: ১২ মে: ১ম কোয়ালিফায়ারের জয়ী বনাম ২য় কোয়ালিফায়ারের জয়ী (হায়দরাবাদ, রাত ৮টা)।

পিবিএ/এমএস

আরও পড়ুন...