পিবিএ,বিনোদন : ঢাকাই সিনেমার নায়ক সাঞ্জু জন | বাংলা ছবির ‘আইটেম বয়’ নামেও অভিহিত করেন অনেকেই | বলিউড অভিনেতাদের মত আকর্ষনীয় দৈহিক গঠন, রনবীর সিং-এর মত দেখতে অনেকটা, আর নাচে শাহিদ কাপুর প্রতিচ্ছবি যেন | স্টোরি অফ সামারা এবং আমি তোমার হতে চাই ছবিতে নজর কাড়েন দর্শকদের তিনি |
ছবিতে অভিনয়ের পাশাপাশি বিগ বাজেটের ওয়েব সিরিজ , মিউজিক ভিডিও এবং বেশ কিছু নামিদামি ফ্যাশন হাউজগুলোর স্টিল মডেল হিসেবে দেখা যায় ঢাকাই সিনেমার এই বিলবোর্ড বয় কে | সম্প্রতি দেখা মিললো জনপ্রিয় গায়িকা শিরিন জাওয়াদ এর সাথে একটি মিউজিক ভিডিওতে | গতকাল ঢাকার আশে-পাশে ইনডোর এবং আউটডোরে ‘মানবো না মানবো ‘ শিরোনামের একটি মিউজিক ভিডিওর দৃশ্য ধারণে ধরা পড়েন এ -নায়ক |
শিরিন জাওয়াদ এর সাথে প্রথমবার জনপ্রেমিকরা এবার দেখবে | মিউজিক ভিডিওটি ঈদকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে ,এবং যে কোনো একটি প্রথম সারির ইউটিউব চ্যানেলে এটি অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন নির্মাতা সৈকত রেজা |
উল্লেখ্য , রাজস্থানের একটি ঐতিহাসিক গল্পের নাম ভূমিকায় অভিনয় করছেন সাঞ্জু জন বর্তমানে এবং মুক্তির অপেক্ষায় আছে ‘বন্ধন’ এবং ‘নীলিমা’ শিরোনামের দুটো ছবি ও একটা ছবির শুটিং চলছে আরো দুটো ছবির শুটিং শুরু হবে কিছু দিন পরেই |
পিবিএ/এমএস