যেকোনো পরিস্থিতি সাকিব সামলাতে পারে : মাশরাফি

পিবিএ,খেলাধুলা: আয়ারল্যান্ড রওনা হওয়ার আগে সাকিব আল হাসান বড় বিতর্তের জন্ম দিয়ে গেছেন বিশ্বকাপের আনুষ্ঠানিক ফটোসেশনে যোগ না দিয়ে। এর ব্যাখ্যা হিসেবে তিনি যে যুক্তি দেখিয়েছেন সেটিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে(বিসিবি) সন্তুষ্ট করতে পারেনি। উপরুন্ত সাকিবের স্ত্রী উম্মে আল হাসান শিশির ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিতর্ক আরও উসকে দিয়েছেন। যেটা সাধারণ ভক্ত থেকে বিসিবিও ভালোভাবে নেয়নি।

চিঠি দেওয়ার পরও সাকিব আইপিএল থেকে আসতে চাননি। ফ্রাঞ্চাইজির চাওয়া মতে তিনি আরও কিছুদিন থাকতে চেয়েছিলেন। সবমিলিয়ে আয়ারল্যান্ড ও বিশ্বকাপের আগে সাকিবকে ঘিরে তৈরি হয়েছিল নানা বিতর্ক। কিন্তু আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের প্রথম প্রস্তুতি ম্যাচে সেই বিতর্কের কোনও কিছুই সাকিবের মাঝে প্রভাব ফেলেনি। বরং তিনি বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়ে বলে ব্যাটে সমান পারফর্ম করেছেন।

বল হাতে ১০ ওভার হাত ঘুরিয়ে ৩০ রানের বিনিময়ে নিয়েছেন ১ উইকেট। পরে ব্যাট হাতেও বাংলাদেশের সফল ব্যাটসম্যান তিনি। ৮৮ রানে হারের ম্যাচে সাকিব করেছেন ৫৪ রান।

যত বিতর্ক ততই ভালো খেলেন সাকিব। বিতর্ক কখনও সাকিবের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে না। অতীতের মতো এবারও তেমনটাই দেখা গেল। তাই তো অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সাকিবের প্রতি রয়েছে অগাধ আস্থা, ‘এটা তো মনস্তাত্মিক খেলা। ও সবসময়ই মানসিকভাবে খুবই শক্তিশালি। এতদিন ধরে খেলছে, যেকোনো পরিস্থিতি সামলাতে পারে। ওর জন্য এটা বিগ ডিল না, কত দিন প্র্যাকটিসে ছিল না, কত দিন ম্যাচ খেলেনি, এসবে ওর সমস্যা হয় না।’

পিবিএ/এমএস

আরও পড়ুন...