বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচে অনেক বড় দুঃসংবাদ

পিবিএ, খেলাধুলা: আর মাত্র কয়েক ঘণ্টা বাকি থাকতে দুঃসংবাদ এলো বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচে। আজ উইন্ডিজদের বিপক্ষে ডাবলিনের দ্য হিলস ক্রিকেট ক্লাব মাঠে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার কথা রয়েছে বাংলাদেশ দলের। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাঁধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।

আবহাওয়ার পূর্বাভাস বলছে সকাল ১০টার দিকে সম্ভাবনা রয়েছে বৃষ্টির। ১১টার দিকে বৃষ্টি থামলেও প্রচুর ঠাণ্ডা থাকবে, তাপমাত্রা পাঁচ থেকে ছয় ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে সেই সময়। এরপর বিকেলের দিকে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। থেমে থেমে ম্যাচে হানা দিতে পারে বৃষ্টি। আয়ারল্যান্ড সময় বেলা দুইটায় এবং চারটায় বৃষ্টি হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশী।

পুরোদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সঙ্গে থাকবে বাতাসও। যা পেস বোলারদের সুইং পেতে বাড়তি সাহায্য করবে। তবে বৃষ্টির কারণে খেলা বেশ কয়েকবার বন্ধ হতে পারে। ম্যাচটি শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে। এই ম্যাচের পর ৯ তারিখ আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে এই ম্যাচে মাঠে নামার আগে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। যেখানে ৮৮ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাঁদেরকে।

পিবিএ/এমএস

আরও পড়ুন...