আজ প্রথম কোয়ালিফায়ার মুখোমুখি মুম্বাই-চেন্নাই

 

পিবিএ/স্পোর্টস ডেস্কঃ প্রথম কোয়ালিফায়ারে আজ চিপকে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। পয়েন্ট তালিকায় মুম্বাই শীর্ষে শেষ করলেও ঘরের মাঠে চেন্নাই কিন্তু ফেবারিট। এই ম্যাচে যারা জিতবে তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। আর হারলে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। এলিমিনেটরের বিজয়ী দলের বিরুদ্ধে খেলবে প্রথম কোয়ালিফায়ারের বিজিত দল।

গত বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ঘরের মাঠে খেলার পুরো সুবিধা পাবে। চিপকের পিচে স্পিনাররা বাড়তি সুবিধা পায়। সেক্ষেত্রে ইমরান তাহির, হরভজন সিং, রবীন্দ্র জাদেজার মতো তিন স্পিনারের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। পেসার দীপক চাহার দারুণ ফর্মে আছেন। তাঁর সঙ্গী হতে পারেন ডোয়েন ব্র্যাভো।এই মরশুমে চিপকে সাতটি ম্যাচ খেলে সিএসকে জিতেছে ছ’টিতে। আর সেই কারণেই মুম্বাই গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হেলায় হারালেও রহিত শর্মাদের লড়াইটা যে মোটেও সহজ হবে না সেটা বলেই দেওয়া যায়। চেন্নাই সুপার কিংসের ব্যাটিং যথেষ্ট শক্তিশালী। ওপেনার ফাফ ডু’প্লেসি দারুণ ফর্মে আছেন। গত ম্যাচে অল্পের জন্য তিনি সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন। শেন ওয়াটসনের ব্যাটে ধারাবাহিকতার বড় অভাব। তবে তিনি যদি সেট হয়ে যান, তাহলেই একাই ম্যাচ জেতাতে পারেন। তিনে নামতে পারেন সুরেশ রায়না। বেশ ভালোই খেলছেন তিনি। চারে অম্বাতি রায়াডুর খেলার সম্ভাবনা বেশি। পাঁচে হয়তো মহেন্দ্র সিং ব্যাট করবেন। দ্বাদশ আইপিএলে ধোনি ১২টি ম্যাচে এখনও অবধি করেছেন ৩৬৮ রান। শুধু ব্যাটসম্যান হিসাবে নয়, মাহির নেতৃত্বগুণ গোটা ম্যাচের ভোল বদলে দিতে পারে। গত ম্যাচে কাঁধে চোট পেয়েছিলেন কেদার যাদব। এমনিতেই তিনি ফর্মে নেই। সেক্ষেত্রে কেদারের জায়গায় প্রথম একাদশে ঢুকতে পারেন মুরলী বিজয়। তিনি যদি খেলেন, তাহলে সিএসকে’র ব্যাটিং অর্ডারে কিছু পরিবর্তন চোখে পড়তে পারে। তবে মিডল অর্ডারকে শক্তিশালী করলে ধ্রুব সোরেকেও খেলাতে পারে সিএসকে।

শক্তির বিচারে মুম্বাই ইন্ডিয়ান্স এগিয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। দারুণ ফর্মে আছেন ওপেনার কুইন্টন ডি’কক ও ক্যাপ্টেন রহিত শর্মা। তবে চিপকের পিচে ব্যাট করা সহজ হবে না। সেক্ষেত্রে মুম্বাইয়ের ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারেন চেন্নাইয়ের বোলারার। কেকেআরের বিরুদ্ধে হাফ-সেঞ্চুরি করায় রহিতের মনোবল তুঙ্গে। তিন নম্বরে সূর্যকুমার যাদবের উপর দল আস্থা দেখাচ্ছে। সূর্যকুমার বেশ ভালোই ব্যাট করছেন। চারে নামতে পারেন ঈশান কিষাণ। পাঁচে হার্দিক পান্ডিয়া নামছেন। দ্রুত গতিতে রান তুলছেন হার্দিক। তাঁর অলরাউন্ড পারফরম্যান্স অনেক বড় ফারাক গড়ে দিতে পারে। ক্রুনাল পান্ডিয়া ও কিয়েরন পোলার্ড থাকায় মুম্বাইয়ের ব্যাটিং বেশ লম্বা। তাই বড় রান করা কিংবা তাড়া করে ম্যাচ জিততে তাদের সুবিধা হবে।

মুম্বাইয়ের বোলিংও যথেষ্ট শক্তিশালী। দুই পেসার যশপ্রীত বুমরাহ ও লাসিথ মালিঙ্গা দারুণ ফর্মে আছেন। উইকেট পাচ্ছেন। তৃতীয় ও চতুর্থ পেসারের কাজ করে দেবেন হার্দিক ও পোলার্ড। সেক্ষেত্রে মিচেল ম্যাকলেনাঘানকে বসিয়ে ব্যাটিং মজবুত করতে পারে মুম্বাই। তাই এভিন লুইসের খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। লুইস খেললে বসানো হতে পারে ঈশান কিষাণকে। তখন স্পিন বিভাগ মজবুত করতে রাহুল ডাহার, মায়াঙ্ক মারকান্ডেকে খেলানো হতে পারে কুনাল পান্ডিয়ার সঙ্গী হিসাবে।

পিবিএ/এমআর

আরও পড়ুন...