খেলোয়াড় আম্পায়ার এবার একসাথে জরিমানা দিল

পিবিএ,খেলাধুলা: মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মালিঙ্গার এক নো বল কাঁদিয়েছে কোহলিদের। সেই নো বল বিতর্ক লেগেছিল অনেকদিন। ম্যাচের শেষমুহুর্তে মালিঙ্গার ওই নো বলটি যদি আম্পায়ার দিত তাহলে কোহলিদের কপালে প্লে অফের সুযোগ আসতো।

কোহলির দল বিদায় হয়েছে। তবে বিতর্ক দিয়েই বিদায় নিয়েছে তারা। বিতর্ক লেগে ছিল শেষ ম্যাচটিতেও। সেই ম্যাচে আম্পায়ার নাইজেল লংয়ের সাথে কথা কাটাকাটি হয় কোহলির সাথে।

সেদিনের ম্যাচে হায়দরাবাদের শেষ ওভার। বল করছেন ব্যাঙ্গালুরুর উমেশ যাদব। একটা ‘নো’ বল ডেকেছিলেন আম্পায়ার লং। কিন্তু টিভির ভিডিওতে দেখা যায় যে, উমেশের পা স্ট্যাম্পের পিছনেই ছিল। উমেশ এবং বিরাট দুজনেই আম্পায়ারের এই সিদ্ধান্তে দুঃখপ্রকাশ করেন। অল্পবিস্তর কথা কাটাকাটিও হয়। এরপরই রাগে গজ গজ করতে করতে চিন্নাস্বামী স্টেডিয়ামের আম্পায়ার রুমের দরজাই ভেঙে ফেলেন তিনি। তবে জড়িমানাও দিতে হয়েছে তাকে ৫ হাজার টাকা।

পিবিএ/এমএস

আরও পড়ুন...