সেনবাগে ইয়াবাসহ নারী গ্রেফতার

 

পিবিএ,সেনবাগ,নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে হোসনে আরা বেগম (৪০) নামের এক নারী মাদক কারবারিকে ৬০ পিস ইয়াবা গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হোসনে আরার বাড়ি উপজেলার কেশারপাড় ইউপির বীরকোট গ্রামে সে ওই গ্রামের জামাল হোসেনের স্ত্রী।

গ্রেপ্তার
প্রতীকী ছবি

হোসনে আরা দীর্ঘদিন ধরে ডমুরুয়া ইউপির বাবুপুর-শ্রীপুর গ্রামের সোহাগের বাড়িতে বাসা ভাড়া করে মাদকের কারবার চালিয়ে যাচ্ছিল। সোমবার রাত সাড়ে ৯টার দিকে সেনবাগ থানার এসআই সৌর জিৎ বডুয়া ও এএসআই সমর বড়–য়া গোপন সংবাদের ভিত্তির খবর পেয়ে অভিযান পরিচালনা করে ডমুরুয়া ইউপির বাবুপুর শ্রীপুর গ্রামের থেকে তাকে গ্রেফতার করে।

এঘটনায় থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পিবিএ/জেএ/হক

আরও পড়ুন...