চুয়াডাঙ্গায় বিজিবি’র অভিযানে ভারতীয় সিটি গোল্ডের চেইন উদ্ধার

পিবিএ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা (৬ বিজিবি’র) ব্যাটালিয়ন অভিযান চালিয়ে ভারতীয় ৮৪০টি সিটি গোল্ডের চেইন উদ্ধার করেছে। সোমবার রাতে অভিযান চালিয়ে এসব চেইন উদ্ধার করা হয়।

বিজিবি’র অভিযান
ভারতীয় সিটি গোল্ডের চেইন উদ্ধার

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি’র) পরিচালক লে.র্কনেল ইমাম হাসান জানান, দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল হামিদের নেতৃত্বে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা দর্শনা আইসিপি চেকপোষ্ট থেকে ৮৪০টি ভারতীয় সিটি গোল্ডের চেইন উদ্ধার করে।

উদ্ধারকৃত ভারতীয় সিটি গোল্ডের চেইনের আনুমানিক মূল্য বিয়ালিশ হাজার টাকা বলে জানায় বিজিবি।

পিবিএ/টিটি/আরআই

আরও পড়ুন...