যে রেকর্ডের সামনে দাড়িয়ে সাকিব

পিবিএ,খেলাধুলা: ১৯৯৯ সালে প্রথম দেখা, এরপর আরও ৩৩ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও উইন্ডিজ। জয়ের পাল্লায় ক্যারিবীয়রা ভারী হলেও, সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সে আবার এগিয়ে টাইগাররা। একই অবস্থা ব্যক্তিগত পারফরম্যান্সের পরিসংখ্যানেও।

ব্যাটিংয়ে বাংলাদেশিরা শীর্ষে থাকলেও বোলিংয়ে এগিয়ে উইন্ডিজ পেসাররা। ১৯৯৯ সালে ঢাকা স্টেডিয়ামে ব্রায়ান লারার সঙ্গে টস করতে নেমেছিলেন আমিনুল ইসলাম বুলবুল। সেই থেকে শুরু হয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দ্বিপাক্ষিক লড়াই। যে লড়াই সময়ের সঙ্গে পেয়েছে ভিন্ন মাত্রা।শুরুর সময়টাতে একপাক্ষিকভাবে জয়ী দল ছিলো উইন্ডিজ। লড়াই করে সম্মানজনক হারটাই ছিলো বাংলাদেশের বড় প্রাপ্তি। তবে দিন বদলাতে শুরু করে ধীরে ধীরে। ক্রিকেট বিশ্ব থেকে হারাতে থাকে ক্যারিবিয়ানদের রূপকথা। জিততে শুরু করে টাইগাররা।

সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনা করলে এখন আর কাউকেই এক পাক্ষিকভাবে ফেভারিট বলা যায় না। আজ এ জিতছে তো, কালই বদলে যাচ্ছে দৃশ্যপট। যদিও মুখোমুখি হওয়া শেষ দুটি ওয়ানডে সিরিজেই জয়ী দলের নাম বাংলাদেশ। তারপরও ইতিহাস এখনও ক্যারিবিয়ানদের পক্ষে। ৩৪ দেখায় সেখানে ১১ বার জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা, আর উইন্ডিজের জয় ২১ ম্যাচে। ২টি ম্যাচ শেষ হয় অমিমাংসীতভাবে।ব্যক্তিগত নৈপুণ্যে একক আধিপত্য নেই কোন দলের। ব্যাটিংয়ে এগিয়ে বাংলাদেশের ব্যাটাররা। ২২ ম্যাচে ৭৬৬ করে তালিকায় সবার ওপরে আছেন তামিম ইকবাল। পরের জায়গাটি ৭৪৮ রান করা মুশফিকুর রহিমের। আর তিন নম্বর জায়গাটিতে আছেন উইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস্টোফার গেইল। যদিও ৬৬১ রান করা এ ব্যাটসম্যান খেলছেন না এ ম্যাচে।বোলিংয়ে আধিপত্য উইন্ডিজ পেসার কেমার রোচের। ১৬ ম্যাচে ২৯ বার বাংলাদেশি ব্যাটসম্যানদের প্যাভিলিয়নে ফিরিয়েছেন তিনি।

তবে ২য় অবস্থানে আছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ১৫ ম্যাচে তার ঝুলিতে আছে ২৪ উইকেট। ১৯ উইকেট নিয়ে তৃতীয় নামটি টাইগার স্পিনার আব্দুর রাজ্জাকের।পরিসংখ্যানের লড়াইয়ের বাইরেও এ ম্যাচে আলাদা করে নজর থাকবে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের ওপর। ওয়ানডে ক্যারিয়ারের একটি বিশেষ রেকর্ড হাতছানি দিচ্ছে এ বাঁ-হাতিকে। আর মাত্র ৩ উইকেট পেলে ক্যারিয়ারে ৫০০০ রানের সঙ্গে ২৫০ উইকেটের মাইলফলক ছোবেন সাকিব। পাকিস্তানের আব্দুর রাজ্জাক, শহীদ আফ্রিদি, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসকে ছাড়িয়ে সবচেয়ে কম ম্যাচে এ অভিজাত ক্লাবে ঢুকতে যাচ্ছেন বাংলাদেশের জান সাকিব আল হাসান।

পিবিএ/এমএস

আরও পড়ুন...