দলের মিথ্যাচারের কারণে বিএনপি বিপর্যয়ের মুখে: লক্ষ্মীপুরে হানিফ

পিবিএ, লক্ষ্মীপুর: বাংলাদেশ আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, ‘দলের মিথ্যাচারের কারণে বিএনপি আজ বিপর্যয়ের মূখে। তাদের ভূল রাজনীতি, জনগনের সাথে প্রতারণা, মিথ্যাচার, ধোকাবাজি জনগনের সম্পদ লুট এবং সর্বোপরি সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ার কারণে দলটি আজ জনবিচ্ছিন্ন বলে মন্তব্য করেন তিনি।


৭ মে মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুরের রামগতি আ স ম আবদুর রব সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত ঘূর্ণিঝড় ফর্ণীর প্রভাবে ক্ষতিগ্রস্থ দের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঘূর্ণিঝড় ফণী প্রসঙ্গে হানিফ বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট থাকার কারণেই কয়েকদিন আগে থেকেই আগাম সর্তক বার্তা পাওয়ায় এ ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির পরিমান কমানো সম্ভব হয়েছে। শেখ হাসিনার সরকার সব ক্ষতিগ্রস্থদের ত্রাণের ব্যবস্থা করেছেন। সরকারের পক্ষ থেকে ঝড়ে বাড়িঘর বিধ্বস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস ব্যক্ত করেন হানিফ।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওয়াহেদ মুরাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির নানক এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্থানীয় সংসদ সদস্য মেজর অবঃ আবদুল মন্নান, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল ও পুলিশ সুপার আসম মাহতাব উদ্দিন, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
অনুষ্ঠান শেষে রামগতি এলাকায় ঝড়ে ক্ষতিগ্রস্থ ১ হাজার মানুষের মাঝে ৫ লক্ষ টাকা ও ত্রানের চাল বিতরণ করেন আগত অতিথি বৃন্দ।

পিবিএ/এএইচ/হক

আরও পড়ুন...