বংশী নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন; নিরব প্রশাসন

 

পিবিএ,ধামরাই: ঢাকার ধামরাইয়ে বংশী নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন চলালিয়েই যাচ্ছে বালুদস্যুরা।
জানাগেছে, ধামরাই উপজেলার বংশী নদীর, টেটাইল, চোওহাট ,বাসতা, বাসনা এলাকায় সরকার সমর্থিত, আলীনুর, সাইফুল ,ইমরান সহ অনেক প্রভাবশালীরা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার ফলে নদীর পাড় এখন ফাটল দেখা দিয়েছে। এতে বেশ কয়েকটি বসত বাড়ি হুমকির মুখে পরায় এখন এলাকাবাসীর ক্ষুব্দ। প্রশাসনিকভাবে কোন ব্যাবস্থা না নেওয়ার কারনে ভুমিদস্যুরা নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন চালিয়েই যাচ্ছে বীরদর্পে।

সরেজমিনে ঘুরে দেখাগেছে, বংশী নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এই দুনির্তীবাজ বালুদস্যুরা। কয়েকজন বালুদস্যু বলেন, আমরা প্রশাসন থেকে শুরু করে স্থানীয় নেতাদের টাকা দিয়ে খাই ।
পত্রিকায় রিপোর্ট করলে আমাদের কিছুই হবে না। বালুদস্যুরা ড্রেজার মেশিন দিয়ে বালু লুট করার ফলে নদীর পাড়,রাস্ত্ ঘাট , ব্রীজ ,কালভাট , বাড়ী ঘর , মসজিদ, মন্দির , আশ্রয়ন প্রকল্প সহ ফসলি জমি এখন নদী গর্ভে চলে যাচ্ছে। যেন দেখার কেউ নেই । অভিযোগ উঠেছে যে এই বালুদস্যুরা প্রশাসনকে অর্থের বিনিময়ে ম্যানেজ করে বংশী নদীতে বালু উত্তোলন করে চালাচ্ছেন হরিলুট।
এক দিকে সরকার হারাচ্ছে রাজস্ব অপর দিকে ক্ষতি গ্রস্থ হচ্ছে নদীর পারে বস বাসরত সাধারন জনগন। স্থানীয় প্রশাসনের সহযোগীতায চলছে ড্রেজার দিযে বালু উত্তোলন । এব্যাপারে ধামরাই উপজেলা নিবার্হী কর্মকর্তা ( ইউ এন ও ) আবুল কালামের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি ।

পিবিএ/এএইচ/হক

আরও পড়ুন...