১ মণ ধানের দামে ১ কেজি গরুর মাংস !

 

পিবিএ,গাইবান্ধা: ধানের লাভজনক মূল্য দাও, কৃষক বাঁচাও দেশ বাঁচাও এই দাবিতে গাইবান্ধায় কৃষকবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১১টায় জেলা শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে ডি বি রোডে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা সদর উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

১ মণ ধানের দামে ১ কেজি গরুর মাংস !

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির গাইবান্ধা সদর উপজেলা কমিটির সভাপতি ছাদেকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা জেলা কমিটির সভাপতি মিহির ঘোষ, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, সিপিবি নারী শাখার সম্পাদক সুপ্রিয়া দেব, ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সদস্য মশিউর রহমান মইশাল, জেলা যুব ইউনিয়নের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান বাঁধন, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সদস্য ও জেলার সভাপতি পংকোজ সরকার, সাধারন সম্পাদক ওয়ারেছ সরকার প্রমুখ।

বক্তারা বলেন, যে দেশে ১ মণ ধানের দামে ১কেজি গরুর মাংস কিনতে হয় সে দেশ কি ভাবে কৃষিবান্ধব হয়। সেই দেশের সরকার কি ভাবে কৃষিবান্ধব হতে পারে ? কৃষককে ক্ষতিগ্রস্থ করে মধ্যম আয়ের দেশে পরিনত হওয়া সম্ভব নয়। বক্তারা আরো বলেন, বর্তমানে ধান মন প্রতি ৪৫০ টাকা বিক্রি করতে হচ্ছে কৃষকদের। যা উৎপাদন খরচের অর্ধেক বলে দাবি করেন বক্তারা। বক্তারা আরো বলেন, ধানসহ সকল কৃষি পণ্যের লাভজনক মূল্য নিশ্চিত, সকল ইউনিয়নে সরকারি ক্রয় কেন্দ্র চালু করে সরাসরি কৃষকের কাছ থেকে ধানসহ ফসল ক্রয় করার দাবি জানান। এছাড়াও পাশাপাশি ধান ক্রয়ে খাদ্য অফিসের অনিয়ম দূর্নিতী বন্ধেরও দাবী জানান।

পবিএ/এস/হক

আরও পড়ুন...