পিবিএ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা বিআরটিএ আফিসে ভ্রাম্যমান আদলতের অভিযানে দুই দালালকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। সাধারণ মানুষকে হয়রানী ও সরকারী কাজে বাঁধা দেয়ার অপরাধে তাদেরকে বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত। আসামীরা হলো চুয়াডাঙ্গা শহরের মলিক পাড়ার মৃত সাবদার হোসেনের ছেলে আশরাফুজ্জামান (৪৮)ও কুষ্টিয়া জেলার আব্দুর সামাদের ছেলে রফিক আহমেদ (৬২)।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বিআরটিএ অফিসে দালালদের মাধ্যমে সাধারণ মানুষের হয়রানীর অভিযোগ দীর্ঘদিনের। একই অভিযোগ আসলে বুধবার দুপুরে ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম বিআরটিএ অফিসে অভিযান চালান। এসময় দুই দালালকে হাতেনাতে আটক করা হয়। পরে আসামীরা নিজেদের অপরাধ স্বীকার করলে আশরাফুজ্জামানকে ৭ দিনের ও রফিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত। সাজাপ্রাপ্ত দুই আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সহকারী কমিশনার ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পিবিএ/টিটি/আরআই