বিশ্বকবির জম্মবার্ষিকী উপলক্ষ্যে চাঁদপুরে আলোচনা সভা

 

পিবিএ.চাঁদপুর: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৫৮ তম জম্মবার্ষিকী উপলক্ষ্যে চাঁদপুরে আলোচনা সভা ,কুইজ প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৮ মে বুধবার সকাল ১০ টায় অনাড়ম্বরভাবে জেলা প্রশাসন,চাঁদপুর এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে

অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।তিনি তাঁর বক্তব্যে বলেন,রবীন্দ্রনাথ ছিলেন বাঙালির পথ দেখানোর অন্যতম পথিকৃৎ।জাতির পিতা বঙ্গবন্ধু,কাজী নজরুল ইসলাম,বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এসব নামের আলাদা বৈশিষ্ঠ্য রয়েছে। মানব জাতিকে অন্ধকার থেকে আলোকিত করার জন্য তারা আলোর দিশারী হয়ে কাজ করেছেন এসব মহা মানবেরা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাদেরই একজন। যিনি একাই একটা সামরাজ্যে প্রতিষ্ঠা করেছিলেন,মানুষের কল্যান ও বাঙালি জাতির মুক্তির জন্য। তাই রবীন্দ্র-নজরুলের চেতনায় আমরা আমাদের এই দেশটাকে আরো আলোকিত করতে চাই। লক্ষ্য একটাই সমস্ত পথ ধরে আমরা মুক্তির পথে যেতে চাই।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি শিক্ষা মোঃ মইনুল হোসেন (উপ-সচিব),জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক আলহাজ¦ আবু নঈম পাটওয়ারি দুলাল,চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন । আরো বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা,চাঁদপুরের কৃর্তী সাংস্কৃতিক ব্যক্তি ও ক্যাব সভাপতি জীবন কানাই চক্রবর্তী,জেলা স্কাউট সম্পাদক অজয় ভৌমিক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বিশিষ্ঠ কবি,লেখক ও ছড়াকার ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া।

অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর,জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার সাধারন সম্পাদক অ্যাডঃ বদিউজ্জামান কিরণসহ সাংস্কৃতিক সংগঠক ও সরকারি অন্যান্য কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

পিবিএ/এমএম/হক

আরও পড়ুন...