পিবিএ,যশোর: যশোর জেলা গোয়েন্দা (ডিবি )পুলিশের অভিযানে তিন যুবকসহ আটটি ককটেল উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডে পিডব্লিউডি স্টাফ কোয়ার্টারের পেছন থেকে তাদের আটক ও ককটেলগুলো উদ্ধার করা হয়েছে।আটককৃত আসামিরা হলেন,মাগুরা জেলার শালিখা থানার সীমাখালি সাংড়া গ্রামের মাসুম হোসেনের ছেলে রাসেল হোসেন(২০),যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের মনিরুল ইসলামের ছেলে রানা ইসলাম(১৯) এবং ঘোপ নওয়াপাড়া রোডের বাবুল হোসেনের ছেলে নূর-নবী হোসেন(২০)।
যশোর ডিবির এসআই বিপ্লব রায় জানান,তাদের কাছে গোপনসূত্রে খবর ছিল কয়েক যুবক বোমা নিয়ে শহরে বড় ধরনের নাশকতামূলক কর্মকা- ঘটানোর প্রস্তুতি নিচ্ছে।এরপর তারা ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে যুবকদের আটটি তাজা ককটেলসহ আটক করে।
ডিবির ভারপ্রাপ্ত ইনচার্জ মারুফ আহমেদ বলেন,এ ঘটনায় কোতয়ালী থানায় মামলার দায়ের করা হয়েছে।
পিবিএ/জেডএইচ/আরআই