পিবিএ ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্যাশ ৮-কিউ৪০০ উড়োজাহাজ বুধবার সন্ধ্যায় মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে। এতে ৩০ আরোহী আহত হয়েছেন।
আহতদের মধ্যে ওই বিমানের পাইলট শামীম নজরুল ও ফার্স্ট অফিসার কবিরুলও রয়েছেন বলে জানা গেছে।
বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনার পর ১৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী জানিয়েছেন।
উড়োজাহাজটিরও বড় ধরনের ক্ষতি হয়েছে বলে ইয়াঙ্গুনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা উল্লেখ করেন।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানিয়েছেন, ঢাকা থেকে ইয়াঙ্গুনগামী ড্যাশ-৮ উড়োজাহাজের ফ্লাইট বিজি ০৬০ বিকাল ৩টা ৪৫ মিনিটে ঢাকা ত্যাগ করে। ফ্লাইটটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ইয়াঙ্গুনে অবতরণের সময় বৈরি আবহাওয়ার কবলে পড়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে।
ফ্লাইটটিতে ২৮ জন প্রাপ্তবয়স্ক ও একজন শিশু যাত্রী, দুজন পাইলট ও দুজন কেবিন ক্রু ছিলেন।
পিবিএ/এএইচ