নীলফামারীতে শিশুদের সাথে মতবিনিময় সভা

পিবিএ,নীলফামারী: এসডিজির আলোকে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় শিশুর উন্নয়ন ও অধিকার সন্নিবেশের লক্ষ্যে শিশুদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ মে) নীলফামারী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দিনব্যাপী এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রষাসন, শিশু ফোরাম ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
সভায় শিশুদের মান সম্মত শিক্ষা, বেঁচে থাকার অধিকার, বিকাশের অধিকার, শিশুদের সুরার অধিকারসহ বিভিন্ন বিষয়ে অলোচনা করা হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(অঃ দাঃ) সুজা-উদ-দৌলা, ওয়ার্ল্ড ভিশনের নীলফামারীর এরিয়া প্রোগাম ম্যানেজার অরবিন্দ এস গমেজ, জেলা শিক্ষা

কর্মকর্তা শফিউল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওসমান গনী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ সহ নীলফামারী সদর ও কিশোরীগঞ্জ উপজেলার শতাধিক শিশু অংশ নিয়ে বক্তব্য রাখেন।
সভায় বিভিন্ন জনপ্রতিনিধি, সুশীল সমাজ,সচেতন নাগরীকের প্রতিনিধিসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

পিবিএ/এমএস/হক

আরও পড়ুন...