ফনী’র বৃষ্টিতে ধসে গেছে কোটি টাকার ব্রিজের মুখ

পিবিএ, কলারোয়া, সাতক্ষীরা: গত কয়েক বছর আগে কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় সুপরিচিত কপোতাক্ষ নদের উপর সাতক্ষীরা কলারোয়ার খোরদো চাকলা বর্ডার গার্ড ব্রিজ।

সেই ব্রিজের মুখে কার্পেটিং রাস্তাও ছিল বেশ চলাচলের উপযুক্ত। কিন্তু,সম্প্রতি সপ্তাহ খানেক আগে দেশের বিভিন্ন এলাকায় আঘাত হানা ঘুর্নীঝড় ফনী’র প্রভাবে আংশিক ঝড় ও বৃষ্টিপাত হয়। সেই বৃষ্টিপাতে কলারোয়ার বিভিন্ন এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি হয় । উপজেলা দেয়াড়ার খোরদো বাজাস্থ চাকলা খোরদো বর্ডার গার্ড ব্রিজের মুখে কার্পেটিং রাস্তা ধসে গেছে।

কার্পেটিং রাস্তাটির পুর্ব দিকের বিরাট এক অংশ নিয়ে ধসে ওই ব্রিজটিও হুমকির মুখে পড়েছে। যেটা পশ্চিমে পাশাপাশি দুই বড় বিল্ডিং/দ্বিতল ভবনের সামনের দিকে ধসের অবস্থান। আর কয়েকটি বর্ষা ঝরলেই ধাওয়া করতে পারে ব্রিজের দিকে ধসে ওই রাস্তাটিও। ক্ষতির আশংকায় স্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো।

যার ফলশ্রুতিতে বিরাট ক্ষতিগ্রস্তের স্বীকার হবে স্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ব্যবসায়ীরা এবং জলাঞ্চলিতে যাবে জনগণের সম্পদ আর সরকারের কোটি টাকা। ব্রিজের কয়েক গজ দূরে অবস্থিত বা ব্রিজের একেবারেই সিমানা নিশান পিলারের কাছে ওই কার্পেটিং রাস্তা ধসে ক্ষতিগ্রস্তের করুন দৃশ্যের স্থানটি দেখছেন নিরুপায় সচেতন মহল,, দেখছেন সাধারণ জনগণ,দেখছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীসহ সকল শ্রেণী পেশার মানুষ।

কিন্তু দীর্ঘ এক সপ্তাহ থেকে দশ দিনের বেশি গড়িয়ে গেলেও ধসে যাওয়া আশঙ্কাজনক স্থানটি সংস্কারহীন অবস্থায় পড়েই আছে। দেখছেন না স্থানীয় জনপ্রতিনিধিরা।

স্থানীয় ব্যবসায়ী এম এ কালাম বলেন,জনগণের স্বার্থে সেসম ব্যবসায়ী প্রতিষ্ঠান-পজিশন-অর্থ-সম্পদ ব্যবসায়ী পুঁজির দিক থেকে সেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের স্বীকারে-নিজ অর্থ খরচে রাস্তার দুধার প্রাচীর করে ব্রিজ-রাস্তার বালু আটকে রাখা হয়েছিল। ওই ব্রিজ মুখের অতি নিকটে কার্পেটিং রাস্তাটি ধসে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে তবুও কারো নজর নেই।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সকলের দাবী-ওই গুরুত্বপূর্ণ সড়ক ও ব্রিজের মুখে ধসে যাওয়া স্থানটি দ্রুত সংস্কার করার জন্য। দেয়াড়ার ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য রফিকুল ইসলাম মিলন বলেনন ধসে যাওয়া স্থানটি সরেজমিনে দেখা হয়েছে এবং পরিষদের পক্ষ থেকে আপাততঃ(ইট-খোয়ার কুচি)ঘ্যসবালু-মাটি দিয়ে দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে।

পিবিএ/কেএস/হক

আরও পড়ুন...