আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একাদশ ঘোষনা

পিবিএ,খেলাধুলা: ত্রিদেশীয় সিরিজের ১ম ম্যাচে হার দিয়েই শুরু করেছিল আয়ারল্যান্ড। ১ম ম্যাচে তারা উইন্ডিজের কাছে হারে ১৯৬ রানের বড় ব্যবধানে। আর সিরিজে টিকে থাকতে হলে ২য় ম্যাচে যে তাদের জিততেই হবে।

আজ এই ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। আর আজকের ম্যাচে বাংলাদেশ একাদশে আসতে পারে দুইটি পরিবর্তন। এই ম্যাচের আগে টিম ম্যানেজমেন্ট যে লিটনকে পরখ করতে চাচ্ছে। আর তিনি সুযোগ পেতেও পারেন মিঠুনের জায়গায়।

অন্যদিকে পেসার মোস্তাফিজুর রহমানের জায়গায় দলে জায়গা পেতে পারেন পেসার তাসকিন আহমেদ অথবা রুবেল হোসেন। প্রথম ম্যাচে বেশ খরুচে ছিলেন মোস্তাফিজ। এছাড়া বাকি কোনো পজিশনে পরিবর্তন আসার সম্ভাবনা নেই। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে তার বদলে খেলতে পারেন পেসার রুবেল হোসেন। কেননা এর আগেই বলেদেওয়া হয়েছিলো ইনজুরির কারণে মোস্তাফিজকে সবম্যাচে খেলানো হবে না।

বাংলাদেশ সম্ভাব্য একাদশঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন/লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান/রুবেল হোসেন।

পিবিএ/এমএস

আরও পড়ুন...