আহত যাত্রীদের রেখে, অপেক্ষমাণ ১৭ জন যাত্রী নিয়ে বিমানের বিশেষ ফ্লাইট ঢাকায়

বিমান
ফাইল ছবি

পিবিএ, ঢাকা: ইয়াঙ্গুনে বিমান দূর্ঘটনায় আহত ১৮ যাত্রী রেখে ঢাকার উদ্দেশ্যে অপেক্ষমাণ ১৭ জন যাত্রী নিয়ে মিয়ানমার থেকে বৃহস্পতিবার ভোরে ঢাকায় ফেরত এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট।

জানা যায় ইয়াঙ্গুন বিমানবন্দরের রানওয়েতে ছিটকে পড়া বিমানে আহত ১৪ জন যাত্রী এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহত বাকি চার যাত্রী চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। তবে দুর্ঘটনাকবলিত কোনো যাত্রীকে দেশে ফেরত আনা সম্ভব হয়নি। তাঁদের ছাড়াই বিমানের বিশেষ ফ্লাইটটি আজ বৃহস্পতিবার ভোরে ঢাকায় ফেরত এসেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ (জনসংযোগ) গণমাধ্যমেক তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ১৭ জন যাত্রী নিয়ে বিশেষ ফ্লাইটটি ফিরে এসেছে আজ ভোর ৪টা ৫০ মিনিটে। এঁরা অপেক্ষমাণ যাত্রী ছিলেন। দুর্ঘটনায় আহত ১৪ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকি চারজন ছাড়পত্র পেয়েছেন। ফ্লাইটে কতজন বিদেশি নাগরিক রয়েছেন, সে ব্যাপারে পরে তথ্য জানানোর কথা জানান তিনি।

শাকিল মেরাজ বলেন, অনেক আনুষ্ঠানিকতার বিষয় আছে। সেগুলো সম্পন্ন করে যদি তাঁরা আসতে চান, আনা হবে।

বাংলাদেশ সময় গতকাল বুধবার সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় বৈরী আবহাওয়ার কারণে রানওয়ে থেকে ছিটকে পড়ে বাংলাদেশের ড্যাশ-৮ উড়োজাহাজ। ওই উড়োজাহাজে এক শিশুসহ ২৯ জন যাত্রী, দুই পাইলট ও দুজন কেবিন ক্রু ছিলেন। বেলা ৩টা ৪৫ মিনিটে উড়োজাহাজটি ঢাকা থেকে ইয়াঙ্গুনের উদ্দেশে উড্ডয়ন করেছিল। এ ঘটনায় আহত হয়েছেন ১৮ জন। পরে দুর্ঘটনাকবলিত বিমানের যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে রাত ১১টা ২৫ মিনিটে বিমানের বিশেষ ফ্লাইট মিয়ানমারের উদ্দেশে রওনা দেয়।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...