কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

পিবিএ,কক্সবাজার: বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার সময় জেলা শহরে লাবণী বিচ পয়েন্টে র‌্যাবের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছে।র‌্যাবের দাবী নিহতরা মাদক ব্যবসায়ী।

র‌্যাব-১৫ ক্যাম্পের কমান্ডিং অফিসার মেজর মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মো. মাসুম, পিতা আনু প্রধান। ঠিকানা পশ্চিম বাহারছড়া, কক্সবাজার।তাৎক্ষণিকভাবে অপরজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

মেজর মেহেদী হাসান জানান, মাদক ব্যবসায়ীদের আসার গোপন খবর পেয়ে ভোর ৪টার দিকে এলাকাটিতে অভিযান চালায় র‌্যাব-১৫ এর একটি দল।

তিনি দাবি করেন, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। উভয় পক্ষের ‘গোলাগুলি’ শেষে ঘটনাস্থল থেকে দুজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

র‍্যাব ১৫ এর উপ-অধিনায়ক মেজর রবিউল ইসলাম জানান, নিহতদের বয়স ৩০ থেকে ৩৫ এর মধ্যে। ঘটনাস্থল থেকে একটি ব্যাগে থাকা ১০ হাজার পিস ইয়াবা, একটি দোনালা বন্দুক, দুটি তাজা কার্তুজ ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও গুলিবিনিময়ের সময় আরো দুই থেকে তিনজন পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের কাছে আরো মাদক ও অস্ত্র থাকতে পারে ।

নিহতদের লাশ ময়না তদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...