পিবিএ,ঢাক: রাজধানীর উত্তরায় এ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে ফেরৎ না দেয়ার অভিযোগে উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন গোলাম মোস্তফা নামে এক এ্যম্বুলেন্স ব্যবসায়ী। গত ৮ মে তিনি এই সাধারণ ডায়রি (জিডি) করেন। জিডি নং-৫৩১,উত্তরা পশ্চিম থানা।
ভুক্তভোগি মোস্তফা পিবিএ’কে জানান, তিনি পেশায় একজন এ্যম্বুলেন্স ব্যবসায়ী। গত ৫মে তার এ্যাম্বুলেন্স চালক সোহাগের নিকট হতে ইকবালুর রশিদ (৪২),নামের এক ব্যক্তি এ্যাম্বুলেন্স টি ভাড়া নিয়ে আর ফেরৎ দেননি । যার নাম্বার- ঢাকা মেট্রো ছ-৭১১৯০৫।
তিনি আরো জানান, তার গাড়িটি ফেরৎ চাইলে নানা টালবাহানা করে ও বিভিন্ন লোকের মাধ্যমে ভয় ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছে।
পিবিএ/ হক