পিবিএ,হিলি: হিলি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল, উন্নত মানের শাড়ি, আতশবাজি, গরু মোটাতাজকরণ ট্যাবলেট সহ ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে (বিজিবি)। তবে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারে নি বলে জানান বিজিবি। বৃহস্পতিবার (৯ মে) ভোর রাতে সীমান্তের ঘাসুড়িয়া ও সাতকুড়ি এলাকায় অভিযান চালিয়ে মালামাল গুলো জব্দ করে বিজিবি।
মংলা বিওপি ক্যাম্প কমান্ডার আবু সাঈদ পিবিএকে জানান, ভারত থেকে চোরাইপথে মালামাল নিয়ে চোরাকারবারিরা দেশের ভেতরে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্তের সাতকুড়ি ও ঘাসুড়িয়া এলাকায় অভিযান চালায়।
এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাগুলি থেকে ১১৬৫ বোতল ফেন্সিডিল, উন্নত মানের ভারতীয় ৬৩ টি পিচ শাড়ি,আতশবাজির ১০৮০ টি প্যাকেট, ওফমল নামের ২৪ হাজার পিচ ট্যাবলেট,প্যারোটিন ট্যাবলেট ১ লক্ষ ৯৬ হাজার পিচ ও ডেক্সন নামের ৬২ হাজার পিচ ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত মালামাল গুলো বিজিবির নির্ধারিত সিজার মূল্য প্রায় ৯৩ লক্ষ টাকা।
পিবিএ/এস/আরআই