লোকসভা নির্বাচন: উত্তরপ্রদেশ, গুজরাট ও পশ্চিমবঙ্গে কত আসন পেতে পারে বিজেপি?

পিবিএ ডেস্ক: এবারের লোকসভা নির্বাচনে কোন রাজ‍্যে কত আসন পাবে বিজেপি তা নিয়ে ঘোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ২০১৯ এর লোকসভায় বিজেপি শকুনের চোখ করে চেয়ে রয়েছে মমতার রাজ্যের দিকে। তবে সেই পশ্চিমবঙ্গে কেমন ফল করতে পারে বিজেপি, তা নিয়ে যেমন ব্যাপক জল্পনা রয়েছে, তেমনই জল্পনা রয়েছে যোগী-মোদি রাজ্য নিয়েও। কেননা উত্তরপ্রদেশে এবার পিসি-ভাইপো জোট করে লড়াই করছে। তাই প্রশ্ন উঠছে, বিজেপিকে কি পারবে জোটের জট কেটে বেরোতে?

উত্তরপ্রদেশ ও বিহার

সাট্টা বাজারের ধারণা, উত্তরপ্রদেশ-বিহারে ধাক্কা খেতে চলেছে বিজেপি। ২০১৪-য় যেখানে ৮০টির মধ্যে ৭৩টি আসনে জিতেছিল বিজেপি। এবার সেখানে এক ধাক্কায় অর্ধেক হয়ে যাবে আসন। বিহারেও কংগ্রেস-আরডেজি জোট পেতে পারে ১৫টি আসন। বিজেপি-জেডিইউ পেতে পারে ২৫টি।

পশ্চিমবঙ্গ ও ওড়িশা

পশ্চিমবঙ্গে বিজেপি ২৩টি আসন পেতে পারে বলে দাবি করে আসছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সাট্টা বাজার মনে করছে, বিজেপি এখানে ১০টি আসন পেতে পারে। ওড়িশাতেও পেতে পারে বড় জোর ১০টি আসন।

মোদী-রাজ্য গুজরাট

বুকি বা সাট্টা বাজার মনে করছে, বিজেপি এবার গুজরাটের ছয়টি আসন হারতে পারে। সুরাট, মুম্বই এবং দিল্লির সাট্টা বাজারের অবশ্য ভিন্ন মত। দিল্লির বাজার মনে করছে, বিজেপি গুজরাটে ২২টি আসন পেতে পারে। আর কংগ্রেস পাবে মাত্র চারটি আসন। আর সুরাট ও মুম্বইয়ের বাজার মনে করছে গুজরাটে ১৯ আসনে জিততে পারে বিজেপি, সাত আসন কংগ্রেসের দখলে যাবে।

দক্ষিণের রাজ্যে বিজেপি
আর দক্ষিণের রাজ্যগুলিতেও নিরাশ করতে চলেছে এনডিএ বা বিজেপি। কর্ণাটক ছাড়াও কোথাও আশাতীত ফল করতে পারবে না তারা। এমনটাই মনে করছেন বুকিরা। তাঁদের মতে কেরালা বা তামিলনাড়ু, তেলেঙ্গানা বা অন্ধ্রপ্রদেশ, কোথাও দাঁত ফোটাতে পারবে না বিজেপি।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...