পিবিএ,যশোর: যশোর গোয়েন্দা পুলিশ (ডিবি) এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তার দখলে থাকা ১০০শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। ৯ মে ( বৃহস্পতিবার) সকালে চৌগাছা পৌরসভাধীন ব্রাক ব্যাংকের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটকৃত হলো- যশোর জেলার চৌগাছা থানার নিয়ামতপুর গ্রামের আনার মিয়ার ছেলে মোঃ জামাল মিয়া (৩০)।
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মারুফ আহমেদ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই মোশাররফ সঙ্গীয় ফোর্সসহ যশোরের চৌগাছা থানার পৌরসভাধীন ব্রাক ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর থেকে এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।এসময় তার কাছে থাকা ১০০শত পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, এসআই মোশাররফ বাদী হয়ে চৌগাছা থানায় মামলা দাখিল করে আসামী হস্তান্তর করেছে।
পিবিএ/এনইউ/হক