বগুড়ায় ভুয়া লে: কর্ণেল গ্রেফতার

 

পিবিএ,বগুড়া: বগুড়ায় লে: কর্ণেল পরিচয় দিয়ে প্রতারণাকালে বগুড়ার নুর ইসলাম নামের এক যুবক নুর ইসলামকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বগুড়া শহরের স্টেডিয়াম ফাঁড়ির পুলিশ সদস্যরা তাকে আটক করে থানায় হেফাজতে নিয়েছে। থানা পুলিশ বলছে তার বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করা হবে।

বগুড়ার শহরের স্টেডিয়াম ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোস্তাফিজ হাসান জানান, বুধবার রাতে ফাঁড়িতে গিয়ে আটক নুর ইসলাম নিজেকে সেনাবাহিনীর লে: কর্ণেল এর পরিচয় দেয়। পরিচয় দিয়ে বলে বগুড়া শহরের তিনমাথা ফেরদৌসের হোটেলের কাগজপত্র ঠিক নেই। আপনি একটু বিষয়টি দেখেন বলে চলে যায়। এর আধাঘন্টা পর নুর ইসলাম মোবাইল ফোনে ফোন করে একই কথা জনায়। পরে বিষয়টি তিনি জেলা পুলিশ সুপারকে অবগত করেন এবং তার বিষয়ে খোঁজ নিতে গিয়ে পরিচয় ফাঁস হয়ে যায়। সে পরিচয় ব্যবহার করে প্রতারণা করার চেষ্টা করছিল।
তিনি জানান, আটক নুর বগুড়া শহরের ফুলবাড়ি দক্ষিণপাড়ার জাহিদ হোসেনের পুত্র। সে শহরের সুত্রাপুরে শ^শুড় বেলালের বাড়িতে থাকতো। পরিচয় নিশ্চিত হয়ে বৃহস্পতিবার সকালে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে বগুড়া সদর থানায় নেয়া হয়। তার বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পিবিএ/এইচএ/হক

আরও পড়ুন...