জেনে নিন সবচেয়ে কম সময়ের রোজা পালনের দেশ

পিবিএ ডেস্ক: রহমত, নাজাত আর মাগফেরাত নিয়ে শুরু হয় পবিত্র রমজান মাস। বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা মাসব্যাপী রোজা পালন করেন পরম ধৈর্য আর আত্মসংঘমের মধ্য দিয়ে। এই মাসে কোনো দেশে বেশি সময়, আবার কোন দেশে কম সময় রোজা রাখতে হয়।

জেনে নিন সবচেয়ে কম সময়ের রোজা পালনের দেশ

বিশ্বের অনেক দেশ আছে, যেখানে সবচেয়ে কম সময়ের রোজা পালন করেন মুসলমানরা। দক্ষিণ ও পশ্চিম গোলার্ধে অবস্থিত এই দেশটির উশহুইয়া অঞ্চলের মানুষেরা মাত্র ১১ ঘণ্টা রোজা পালন করেন, যা উত্তর গোলার্ধের দেশগুলোর অর্ধেক সময়।

আর্জেন্টিনার এই অঞ্চলে সূর্যোদয় হয় ৬টা ৫৭ মিনিটে আর সূর্যাস্ত হয় ৫টা ৫৭ মিনিটে।

সবচেয়ে কম সময়ের রোজা পালনের দেশগুলো হল :

১. উশহুইয়া-আজেন্টিনা : ১১ ঘণ্টা

২. সান্তিয়াগো-চিলি : ১২ ঘণ্টা ৪ মিনিট

৩. রিও ডি জেনিরো : ১২ ঘণ্টা ২৮ মিনিট

৪. কেপ টাউন-দক্ষিণ আফ্রিকা : ১২ ঘণ্টা ৪ মিনিট

৫. দার এস সালাম-তানজানিয়া : ১৩ ঘণ্টা ৫ মিনিট

৬. নাইরোবি-কেনিয়া : ১৩ ঘণ্টা ১৭ মিনিট

৭. আদ্রিস আবাবা-ইথিওপিয়া : ১৩ ঘণ্টা ৪৪ মিনিট

৮. দিল্লি-ভারত : ১৪ ঘণ্টা ৫১ মিনিট

পিবিএ/আরআই

আরও পড়ুন...