বিজেপি প্রার্থী ভারতী ঘোষ ২ কোটি টাকাসহ আটক

পিবিএ,ডেস্ক: আগামী রোববার ১২মে, ভারতের লোকসভা নির্বাচনের ৬ষ্ঠ দফার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে । ভোটের দু’দিন আগেই বৃহস্পতিবার গভীর রাতে বিপুল পরিমাণ টাকা পাচারের অভিযোগে পশিচমবঙ্গের ঘাটাল আসনের বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে পুলিশ আটক করেছে।বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে পিংলার মণ্ডলবাড়ের কাছে পুলিশের তল্লাশি চলাকালীন চারটি গাড়িতে টাকাসহ হাতেনাতে ধরা হয় ওই প্রাক্তন আইপিএসকে। আটককৃত টাকার পরিমাণ দু’কোটিরও বেশি বলে জানিয়েছে পুলিশ। কোথা থেকে এত টাকা এলো বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানতে আটক ভারতীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।তবে সব অভিযোগ অস্বীকার করে ভারতী ঘোষ দাবি করেছেন, পুলিশই তার গাড়িতে টাকা রেখে নাটক করছে। তাকে ফাঁসিয়ে দিয়ে ফায়দা লোটার চেষ্টা করা হচ্ছে।

ভোটের দু’দিন আগেই বৃহস্পতিবার গভীর রাতে বিপুল পরিমাণ টাকা পাচারের অভিযোগে পশিমবঙ্গের ঘাটাল কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে আটক করেছে পুলিশ।
, বিজেপি প্রার্থী ভারতী ঘোষ

ভোট পর্বের শুরু থেকেই বিতর্কের কেন্দ্রে রয়েছেন ভারতী ঘোষ। স্বর্ণ প্রতারণাসহ বিভিন্ন মামলায় নাম জড়িয়েছে তার। এসব মামলা এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। তবে শীর্ষ আদালত জানিয়েছে, এখনই বিজেপি প্রার্থীকে গ্রেফতার করা যাবে না। ফলে ভোটে দাঁড়ানো থেকে শুরু করে ভোটের প্রচারণায় নানা জায়গায় ঘুরে বেড়িয়েছেন ভারতী।

কিন্তু প্রচারণা পর্বেও বিতর্ক পিছু ছাড়েনি বিজেপির এ প্রার্থীর । কয়েকদিন আগেই কেশপুরে গিয়ে উত্তরপ্রদেশ থেকে লোক ভাড়া করে এনে তৃণমূলকর্মীদের কুকুরের মতো মেরে ফেলার হুমকি দেন ভারতী। এবার ভোটের দুদিন আগে টাকা পাচারের ঘটনায় নাম জড়িয়ে যাওয়ায় অস্বস্তি বাড়ল বিজেপির।

পিবিএ/এইচটি

আরও পড়ুন...