পিবিএ,ডেস্ক: লোকসভা নির্বাচন ঘিরে ভারতে রাজনীতিবিদদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বাকযুদ্ধে একে অপরকে ঘায়েলের চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বনাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মোদি বনাম কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এই তিন রাজনীতিকদের মধ্যে বাকযুদ্ধটা এবার বেশিই চোখে পড়ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গালে গণতন্ত্রের চড় বসানোর ইচ্ছা করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন বক্তব্যের একদিন পরই আবারও মোদিকে ঘায়েল করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার ৯মে ,পুরুলিয়ার এক নির্বসাচনী জন সভায় নরেন্দ্র মোদি তৃণমূলের নেতাদের কয়লা মাফিয়া বলে অভিযোগ করেন। এর জবাবে একই দিন বাঁকুড়া, পুরুলিয়ার নির্বাচনী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। বলেন, তৃণমূলের কোন প্রার্থী কয়লা মাফিয়া, এটা প্রমাণ করতে পারলে দলের ৪২ প্রার্থীকেই তিনি প্রত্যাহার করে নেবেন। একই সঙ্গে তার হুশিয়ারি, ‘যদি প্রমাণ না হয়, আপনাকে দেশ বাসীর সামনে ১০০ বার কান ধরে ওঠবস করতে হবে।’
এর আগে মঙ্গলবার বাকুড়ার তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়ের প্রচারে এসে মমতা মোদিকে উদ্দেশ করে বলেন, বাংলায় এসেই মোদি বলেন- মমতার দল তোলাবাজ। শুনলে আমার ওনাকে গণতন্ত্রের চড় কষাতে ইচ্ছা করে। মমতা বলেন, ‘গোটা জীবন লড়াই করেছি। পা থেকে মাথা পর্যন্ত সিপিএমের হাতে আক্রান্ত। এর পরও নরেন্দ্র মোদি এসে তোলাবাজ বললে গণতন্ত্রের চড় কষাতে ইচ্ছা করে ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের জবাবে মোদি বলেছেন- ‘আমি শুনলাম দিদি (মমতা) আমাকে থাপ্পড় মারবেন বলেছেন। আমি আপনাকে দিদি বলে ডাকি, শ্রদ্ধা করি। আপনার থাপ্পড় আমার কাছে আশীর্বাদের মতো।’মোদির এ মন্তব্যের তাৎক্ষণিক জবাব দেন মমতা। বলেন, আমি কখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে থাপ্পড় মারার কথা বলিনি। আমি বলেছিলাম- গণতন্ত্রের থাপ্পড়ের কথা। ভাষা বুঝতে হবে।’
পিবিএ/এইচটি