পিবিএ,ডেস্ক: পবিত্র রমজান মাসে লন্ডনে বাংলাদেশি অধ্যুষিত একটি এলাকায় জামে মসজিদে গুলির ঘটনা ঘটেছে। এ সময় মুসল্লিরা মসজিদের ভিতর তারাবির নামাজ পড়ছিলেন। বৃহস্পতিবার ৯মে ,স্থানীয় সময় রাত ১১টার (বাংলাদেশ সময় ভোর ৪টা) দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরে লন্ডন পুলিশ মসজিদটি বন্ধ করে দেয়া হয়।
মসজিদটি আপাতত বন্ধ করে দেয়া হয়েছে এবং এলাকাজুড়ে অবস্থান নিয়েছে বিপুলসংখ্যক পুলিশ। গুলির ঘটনার কারণ ও বন্দুকধারীকে শনাক্ত করতে পারেনি লন্ডন পুলিশ।
এই খবর ছড়িয়ে পড়লে লন্ডনে বাংলাদেশি মুসলিম কমিউনিটির মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে লন্ডন পুলিশ বলছে, গুলির ঘটনার সঙ্গে জঙ্গিদের কোনো সংযোগ নেই।এতে আতংকিত হওয়ার কিছু নেই।
পিবিএ/এইচটি