ভেজালবিরোধী অভিযানে হাটহাজারীতে ব্যবসায়ীকে জরিমানা

খোরশেদ আলম শিমুল,হাটহাজারী: হাটহাজারী উপজেলার কাঠিরহাট বাজারে ভেজালবিরোধী অভিযান পরিচালাণা করেছে উপজেলা প্রশাসন। এ সময় কাপড়ের রং দিয়ে জিলাপি, বেগুনি ও পেঁয়াজু তৈরির সময় এক বিক্রেতাকে হাতেনাতে ধরে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার (১০ মে) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন। এসময় তার সাথে ছিলেন হাটহাজারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ ও মডেল থানার এস আই বাশার।


জানা যায়, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন যোগদানের পর থেকে ভেজাল ঘি ও খাদ্য ও সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আসছিল।এরই ধারাবাহিকতায় রমজানের প্রথমদিন থেকেই বাজার মনিটরিং অব্যাহত রেখেছেন । আজ (শুক্রবার) বন্ধের দিনে ও বাজার মনিটরিংয়ের সময় কাটিরহাট বাজারে জিলাপি, বেগুনি ও চপে ক্ষতিকর রং মেশানোর সময় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এসময় কলার হালি ৫০ টাকা বিক্রি করায় কলা ব্যবসায়ীকে ২ হাজার টাকা, নকল বাঘা বাড়ির ঘি বিক্রয় এবং নিষিদ্ধ পলিথিন বিক্রির করার অপরাধে আরেক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ৬০ কেজি পলিথিন জব্দ করা হয়।

ইউএনও রুহুল আমিন বলেন,প্রতিদিনের মত ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে কঠিরহাটের একটি ইফতারির দেকানে অভিযান চালানো হয় । তিনি বলেন,ইফতারি আইটেমে ক্ষতিকারক রং মেশানোর কথা শুনেছি মানুষের মুখে। আজ এক দোখানদারকে ক্ষতিকারক রং মেশানোর সময় হাতেনাতে ধরলাম। এছাড়া অতিরিক্ত দামে কলা বিক্রিও ধরেছি। পাশাপাশি ভেজাল ঘি বিক্রি, নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়েও জরিমানা করেছি। সতর্কের দিন শেষ এখন শুধুই আইন প্রয়োগ হবে। অভিযান অব্যাহত থাকবে।

পিবিএ/হক

আরও পড়ুন...