পিবিএ,ঢাকা: মিয়ানমারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ দুর্ঘটনায় আহত পাইলট ও কেবিন ক্রু, গ্রাউন্ড ইঞ্জিনিয়াররা আজ শুক্রবার (১০ মে) রাতে দেশে ফিরছেন। একই সঙ্গে দুর্ঘটনায় আহতরাও দেশে ফিরবেন একই ফ্লাইটে।
তাদের দেশে আনতে বিকেলে সাড়ে ৩টায় বিমানের একটি বিশেষ ফ্লাইট ইয়াঙ্গুনে রওনা হয়েছে।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ ও মিয়ানমারের আনুষ্ঠানিকতা শেষে বিশেষ ফ্লাইটটি রাতে ঢাকায় ফিরবে।
বুধবার (৮ মে) বিকেল ৩টা ৪৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ে যাওয়া বিজি০৬০ ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ২২ মিনিটে অবতরণকালে মিয়ানমারে দুর্ঘটনার কবলে পড়ে। ড্যাশ-৮ কিউ৪০০ মডেলের প্লেনটি ৭৪ যাত্রীবহনে সক্ষম। ফ্লাইটটিতে এক শিশুসহ ৩২ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় আহত হন পাইলটসহ ৪-৫ জন।
পিবিএ/এএইচ