পিবিএ,বগুড়া: বগুড়ার ধুনটে নৌকার বৈঠা ভাঙ্গাকে কেন্দ্র করে হামলায় আহত সফিজ উদ্দিন (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বৃহস্পতিবার রাত ৮টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সফিজ উদ্দিন ধুনটের ভান্ডারবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী গ্রামের দিনমজুর আশরাফ আলীর ছেলে।
জানা যায়, গত ২০ এপ্রিল ধুনট উপজেলার শিমুলবাড়ী বাঁধের নিচে যমুনা নদীতে শিমুলবাড়ী গ্রামের মৃত ঘুতু খা’র ছেলে বাবু খা তার মাছ ধরার নৌকা বেধে রাখে বাড়ীতে চলে যায়। কিন্তু কে বা কারা তার নৌকার বৈঠা ভেঙ্গে ফেলে। এরই জের ধরে গত ২২ এপ্রিল বাবু খা সন্ত্রাসী ভাড়া করে গোসাইবাড়ী বাজারের একটি চায়ের দোকানে অতর্কিত হামলা চালিয়ে আশরাফ আলীর ছেলে সফিজ ও ভাগিনা চপল মাহমুদকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ মে বৃহস্পতিবার রাত ৮টায় সফিজ উদ্দিন মারা যায়।
বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, দুই যুবককে কুপিয়ে আহত করার ঘটনায় আশরাফ আলী বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। এদিকে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সফিজ উদ্দিনের মৃত্যু হয়েছে।
পিবিএ/এইচএ/এমএসএম