অবশেষে বয়স্ক ভাতার কার্ড পেলেন আল্লাদী রানী

পিবিএ,বাগেরহাট: বাগেরহাটরে সেই বৃদ্ধা আল্লাদী রানীর দায়িত্ব নিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ তানজিল্লুর রহমান। গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি ইউএনও শেখ তানজিল্লুর রহমানের নজরে আসে। বৃহস্পতিবার (৯ মে) উপজেলার পালপাড়া এলাকায় আল্লাদীর বাড়িতে গিয়ে বৃদ্ধার হাতে নগদ টাকা ও বয়স্কভাতার কার্ড তুলে দেন। ইউএনও তার জন্য একটি ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

অবশেষে বয়স্ক ভাতার কার্ড পেলেন আল্লাদী রানী
অবশেষে বয়স্ক ভাতার কার্ড পেলেন আল্লাদী রানী

এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফজলে এলাহি, সমাজসেবার মাঠ পরিদর্শক সৈয়দ রওনাকুল ইসলাম, গোটাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ শমসের আলী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নগদ সাড়ে পাঁচ হাজার টাকা ও বয়স্কভাতা হাতে পেয়ে বেশ খুশি আল্লাদী। তিনি নিজে অনুভূতি প্রকাশ করতে না পারলেও আল্লাদীর মেয়ে রাধা বলেন, আমরা খুব খুশি হয়েছি। বাকি জীবন কিছুটা হলেও শান্তিতে থাকতে পারবো। এজন্য সংশ্লিষ্ট সবার কাছে আমাদের কৃতজ্ঞতা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ তানজিল্লুর রহমান বলেন, আল্লাদীর রানী খবর পড়ে আমরা তার বাড়িতে গিয়েছি। প্রাথমিকভাবে আল্লাদীকে নগদ টাকা ও বয়স্ক ভাতার কার্ড দেওয়া হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে তার থাকার জন্য একটি ঘরও তৈরি করে দিতে পারবো বলে আশা করছি।

পিবিএ/এসএইচ/আরআই

আরও পড়ুন...