পিবিএ,মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামের রিভা খাতুনকে (১৯) ঢাকার একটি বাসায় শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। রিভার স্বামী শাহিন আলী তাকে হত্যা করে পালিয়ে গেছে এমন অভিযোগ করে রিভার বাবা। নিহত রিভা কাজীপুর গ্রামের মুন্সীপাড়ার শাজাহান আলীর মেয়ে।
গত বুধবার দিবাগত রাতে রিভা ঢাকার একটি হাসপাতালে মারা যায়। কাজীপুর গ্রামের কয়েকজন পিবিএ’কে জানান,গত ২ বছর আগে নিজ গ্রামে রিভার বিয়ে হয়েছিল। অপ্রাপ্ত বয়সে রিভার দিয়ে হয়। বিয়ের দেড় বছর পর স্বামীর সাথে মনোমালিন্যের কারণে বিবাহ বিচ্ছেদ হয়।
গত ৬ মাস পূর্বে রিভার দ্বিতীয় বিয়ে হয় কাজীপুর গ্রামের বর্ডারপাড়ার কামাল হোসেনের ছেলে শাহিন আলীর সাথে। শাহিন বিয়ের পরপরই ব্যবসার সুবাদে রিভাকে নিয়ে ঢাকার মিরপুর-(১) এলাকায় বসবাস করে আসছিলেন। বুধবার রাতে রিভার মৃত্যুর খবর আসে বাবার বাড়িতে।
রিভার নিকট আত্মীয়রা পিবিএ’কে জানান, রিভার সাথে বিয়ে পর থেকে শাহিন নানা ভাবে রিভাকে নির্যাতন করতো। গত বুধবারে শাহিন ঢাকার মিরপুর এলাকার বাড়িতে রিভাকে আটকিয়ে শারীরিক ভাবে নির্যাতন করে। নির্যাতনের এক পর্যায়ে সে মারা গেছে ভেবে পাশের একটি ম্যানহলে তাকে ফেলতে যায়। পথচারীরা তার এ দৃশ্য দেখে তাড়া করে।
এ সময় শাহিন পালিয়ে যায়। পরে পথচারীরা রিভাকে উদ্ধার করে হাসপাতালে নিলে,কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে লাশ ঢাকা থেকে ময়না তদন্ত শেষে আজ শুক্রবার সন্ধ্যা রাতে রিভার লাশ তার বাবার বাড়ি কাজীপুর গ্রামে পৌছায়। এ ঘটনায় রিভার বাবা শাজাহান তার মেয়ে হত্যার অভিযোগে জামাই শাহিন আলীর নামে মামলা প্রস্তুত নিচ্ছেন। এদিকে পুলিশ শাহিনকে খুজছে।
পিবিএ/এসএস/আরআই