পিবিএ’মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ধর্ষণ ও গৃহবধূকে এসিড নিক্ষেপ মামলার আসামী ইয়াকুব আলী ওরফে কাজল (২৬) নিহত হয়েছেন। নিহত কাজল গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের গাঁড়াডোব গ্রামের জালাল উদ্দীন ওরফে হাবুর ছেলে। এ সময় পুলিশের ২জন সদস্য আহত হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবী করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত আড়াইটির দিকে গাঁড়াডোব গ্রামের একটি বাঁশবাগানে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় কাজল নিহত হয়।
গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম পিবিএ’কে জানান,বহু কু-কর্র্মের হোতা কাজল তার সঙ্গীদের নিয়ে এলাকায় অপরাধমূলক কাজ করে আসছিল। তাকে আটকের পর সঙ্গীদের কাছে অস্ত্র আছে এমন কথা স্বীকার করে সে। তার স্বীকারোক্তি মোতাবেক শুক্রবার রাত আড়াইটার দিকে তাকে সাথে নিয়ে পুলিশের একটিদল গাঁড়াডোব গ্রামের একটি বাঁশবাগানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গীরা গুলি ছুড়তে-ছুড়তে পালিয়ে যায়। গোলাগুলির মধ্যে পড়ে কাজলের বুকে গুলিবিদ্ধ হয়। এ সময় পুলিশে পুলিশের দু’কনস্টেবল আহত হয়। কাজলসহ আহত দু’পুলিশকে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয়। এ সময় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার এমকে রেজা কাজলকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনাস্থল থেকে একটি দেশীয় ওয়ান শার্টারগান ও ২ রাউন্ড গুলি এবং ১টি রামদা উদ্ধার করা হয়।
গাংনী থানা সূত্র পিবিএ’কে জানায়,গত বৃহস্পতিবার বিকেলে ধলা গ্রামের এক গৃহবধূ পুকুর থেকে গোসল করে বাড়ি ফিরছিলেন। এ সময় কাজল তাকে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে গৃহবধূর পরিবার পুলিশকে জানায়। পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কাজলকে ধলা গ্রাম থেকে আটক করে। এদিকে এসিড নিক্ষেপের শিকার গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) পিবিএ’কে জানান,ইয়াকুব আলী কাজল কয়েক মাস আগে গাঁড়াডোব পোড়াপাড়ার এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে এ পর্যন্ত আত্মগোপনে ছিল। এরপর ধলা গ্রামের এক নারীকে কু-প্রস্তাব দেয়। তার কু-প্রস্তাবে ব্যর্থ হয়ে গত বৃহস্পতিবার ওই গৃহবধূকে এসিড নিক্ষেপ করে। তার বিরুদ্ধে এর আগেও একটি ধর্ষণ মামলা রয়েছে। এসিড নিক্ষেপ করার ঘটনায় আরেকটি মামলা হয়েছে। শুক্রবার রাতে সে বন্দুকযুদ্ধে মারা গেছে। লাশ উদ্ধার করে থানা নেয়া হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে লাশের ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হবে।
পিবিএ/জিএসএস/হক