বিজেপি প্রার্থীরা ভোট কিনছে টাকা দিয়ে:মমতা

 

বিজেপি বিপুল টাকা খরচ করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে
নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায় ছবি:সংগৃহিত

পিবিএ,ডেস্ক: বিজেপি বিপুল টাকা খরচ করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। তারা টাকা দিয়ে ভোট ‘কেনার’ চেষ্টা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির বিরুদ্ধে এমন অভিযোগ তুলে দলীয় কর্মীদেরকে ভোটের আগে রাত জেগে পাহারা দেয়ার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা থেকে প্রকাশিত দৈনিক আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে ভারতের ক্ষমতাসীন দলটির বিরুদ্ধে মমতার এমন অভিযোগের কথা জানানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার পশ্চিমবঙ্গের এক নির্বাচনী প্রচারণা সভায় বলেন, ‘ভোটের আগে রাত জেগে পাহারা দিতে হবে। ওরা (বিজেপি) বাক্স বাক্স টাকা ঢোকাচ্ছে বাংলায়।’ টাকার মোহে হয়তো অনেকেই বিজেপির প্রার্থীকে ভোট দিতে পারে।তিনি দলীয় নেতাকর্মীদের এ ব্যাপারে সজাগ থাকতে বলেছেন ।

পিবিএ/এইচটি

আরও পড়ুন...