ধামরাইয়ে এক্সেল লোড ষ্টেশনে থামছে না চাঁদাবাজী

পিবিএ,ধামরাই: ঢাকার ধামরাইয়ে এক্সেল লোড ষ্টেশনে যানবাহনে থামছে না সন্ত্রাসীদের চাঁদাবাজী । ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে বাথুলী এলাকায় যানবাহনের ওজন মাপার এক্সেল লোড আন লোড ষ্টেশনে সরকারী নিয়ম নিতী বর্হিভুত ও আইন ভঙ্গ করে একদল পেশাদার সন্ত্রাসী দিনে ও রাতে নিয়মিত বীরদর্পে যানবাহন থেকে চাঁদা তুলছে। এক্সেল লোড ষ্টেশনে চলছে রাম রাজত্ব কায়েম, যেন দেখার কেউ নেই ।


২০০৫ সালে এক্সেল লোড ষ্টেশন চালু হওয়ার পরে নামে মাত্র একটি কোম্পানীকে সরকার শুধু এক্সেল লোডের রক্ষনা বেক্ষনের দায়িত্ব দেন। সেই সুযোগে কোম্পানীর মালিক জনি নেতৃত্বে গড়ে উঠেছে একদল সন্ত্রাসী বাহিনী। সেই বাহিনী দিয়ে যাবাহনের চালকদের এক্সেল লোডে থাকা নষ্ট ওজন মাপার মেশিনে বেশি ওজন দেখিয়ে জিম্মি করে হাতিয়ে নিচ্ছে কোটি, কোটি টাকার চাঁদা। যদি কোন যানবাহনের চালক চাঁদা দিতে অস্বীকার করে তা হলে তার উপর নেমে আসে অমানুষিক নির্যাতন। আর এভাবে চলে আসে এক্সেল লোড ষ্টেশনের চাঁদবাজী।
চাঁদাবাজরা বিপুল অঙ্কের টাকা খরচ করে সাংবাদিক ,স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের নেতা কর্মীদের ম্যানেজ করে অপকর্ম চালিয়ে যাচ্ছে। যে কারণে ঢাকা-আরিচা মহসড়কের বাথুলীর এক্সেল লোড আন লোড ষ্টেশনের কোন দুর্নিতীর তথ্য ফাঁস হচ্ছে না। সেই সুযোগে সন্ত্রাসীরা চাঁজাবাজীতে বেপরোয়া হয়ে উঠেছে । ওই কোম্পানীর চাঁদাবাজদের সাথে হাইওয়ে ও থানা পুলিশ মিলে এ অপর্কম গুলো চালাচ্ছে দীর্ঘ দিন ধরে। যে কারণে চাঁদাবাজী বন্ধ হচ্ছে না।
মাঝে মধ্যে পত্রিকায় সংবাদ প্রকাশ হলে চাঁদাবাজী আরও বেড়ে যায়। সেই সুযোগে সন্ত্রাসীরা পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে প্রশাসনের চাঁপ রয়েছে বলে যানবাহনের চালকদের কাছ থেকে বেশি বেশি চাঁদা আদায় করছে। কিন্তু প্রশাসনের উর্ধত্বন কর্মকতারা রয়েছে নীরব ভুমিকায়। কিন্তু প্রকৃত পক্ষে থানা পুলিশের শেল্টারে সন্ত্রাসীরা চাঁদাবাজী চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
পুলিশের সোর্স হিসেবে খ্যাত ক্রাইম রিপোর্টার নামে এক তথা কথিত ভুয়া সাংবাদিককে দিয়ে এক্সেল লোড ষ্টেশনের চাঁদাবাজীর ও মাদক দ্রব্য বিক্রির টাকাগুলো নিয়মিত ভাবে মাসোহারা পাচ্ছে পুলিশ, গোপন সংবাদের ভিক্তিতে জানাগেছে ।
এলাকাবাসীরা জানান, নামধারী ভুয়া সাংবাদিক এক্সেল লোড ষ্টেশনের তথা কথিত ম্যানেজার রুমে দিনে ও রাতে বসে আড্ডা দিতে দেখা যায় । ষ্টেশনে যদি কোন ঝামেলা হয় তাহলে নামধারী ভুয়া সাংবাদিক ( দালাল ) দিয়ে মিট করান কোম্পানীর মালিক জনি । এলাকাবাসীর দাবী অবিলম্বে এক্সেল লোড ষ্টেশন থেকে সস্ত্রাসী, চাঁদাবাজদের গ্রেফতার করতে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের হস্ত্রক্ষেপ কামনা করছে ।

পিবিএ/এএইচ/হক

আরও পড়ুন...

preload imagepreload image