বরগুনায় ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

 

পিবিএ,বরগুনা : বরগুনায় ১৫৬ পিস ইয়াবাসহ ইমন, বনি ও শিপন নামের তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে বরগুনা সদর উপজেলার ৯ নম্বর এম.বালীয়াতলী ইউনিয়নের মোনসাতলী লাকুরতলার এবিএম স্কুল বিল্ডিংয়ের নিচ থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫৬ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

বরগুনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান পিবিএ’কে জানান, মাদক ব্যবসায়ীরা মোনসাতলী এলাকায় ইয়াবা ব্যবসার বাজার জমজমাট করেছে শুনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে আমি, এসআই ওবায়দুল ও এএসআই সোহেল সহ সঙ্গীয় ফোর্স মিলে সেই এলাকায় অভিযান চালিয়ে ওই তিন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হই।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর তাদেরকে জেল কারাগারে পাঠানো হবে।

পিবিএ/এসএ/হক

আরও পড়ুন...