সেনবাগে ছিনতাইয়ের সময় অস্ত্রসহ যুবক আটক

পিবিএ, নোয়াখালী: রাতের আধারে মহিলাকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের সময় নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়ন থেকে রাশেদুল ইসলাম রাকিব (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর-মহন্দী সড়কের খৈতলা এলাকা রাত নামতেই অপরাধীদের দখলে

এসময় তার কাছ থেকে একটি দেশিয় তৈরি এলজি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে শ্যামেরগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।আটককৃত রাশেদুল ইসলাম রাকিব বীজবগ ইউপির কালিকাপুর গ্রামের শহিদুল হক দুলালের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আধারে শ্যামেরগাঁও এলাকায় এক পথচারী মহিলার গতিরোধ করে দুই যুবক। এসময় তারা মহিলাকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের চেষ্টা করে। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করলে যুবকদের মধ্যে একজন পালিয়ে যায়। অপর যুবককে অস্ত্রসহ আটক করে লোকজন।খবর পেয়ে সেনবাগ থানার এস আই সৌরজিৎ বড়ুয়া ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয়রা তাকে পুলিশের কাছে সোফর্দ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলজিসহ আটককৃত রাকিবকে থানায় নিয়ে আসে।
ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

পিবিএ/এমআই/হক

আরও পড়ুন...